ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ এই জীবন খানি”

**
ব্যার্থ এই জীবনখানিই দিলাম, নেই কিছু অবশিষ্ট আর, কী 
দেই বলো ? অযত্ন অবহেলায় পড়েছে হাতে সময়ের 
আততায়ী কড়া, পায়ে বেড়ি, চাইলে নিতে হবে তাই
রাজ্যের অপবাদ সব । ব্যার্থ এই জীবনখানি ছাড়া দেয়ার 
মত অবশিষ্ট নেই যে কিছুই ! বলো, নির্বাসিত জীবনে, 
কে থাকে আর এমন, দিওয়ানা পথিকের দুঃখ হয়, মোছায় 
চোখের তপ্ত জল, বলে ভালোবেসে, পথিক, চাইলে খুলে 
দ্যাখো তুমি এ হৃদয় মন, দ্যাখো, মন পড়ে রয় তোমার মনে !

আমিতো তাই হৃদয় থেকে হৃদয় সাঁতরে গেছি শুধু, যায় পর্যটক 
যেমন ! ভালোবেসে এমন কাউকে বলে কী কেউ কখনো 
মনের কথা ? মোছায় চোখের তপ্ত জল ? বলো, ছেড়া ভাঙা 
এমন দগ্ধ জীবন চায় কী কেউ ভালোবেসে ? তাইতো কেবল 
সাঁতরে গেছি, ভালোবাসিনি কাউকে তেমন, বাসেনি ভালো কেউই 
তেমন । চায়নি কেউই তোমার মতন, বলেনি চাই ব্যাথিত জীবন ! 

চাইলে তুমি, তুমিই প্রথম, চাইলে এই আঁধারে আলো ; এ হৃদয় 
তাই তোমাকে দিলাম, দিলাম ছেড়া ভাঙা এই বিদগ্ধ জীবন, দু 
ফোঁটা তপ্ত জল। ভালোবাসার জন্য এ জীবনে এটুকুই সলাজ সঞ্চয় !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "