ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“প্রিয় জন্ম-ভূমি”

“প্রিয় জন্ম-ভূমি”

আমি কখনই ছেড়ে যাইনি আমার প্রিয় জন্মভূমি
আমি কখনই বলিনি তোমাকে বিদায় প্রিয়তমা
আমি কখনই ভুলিনি ময়ূরাক্ষী তীর, কাশবনের হাওয়া
আমি কখনই মুছিনি আমার হাতে এ মাটির সোঁদা গন্ধ
আমি কখনই ভাবিনি আমাকে তুমিহীন একপল !


আমার শরীর ঘুরে বেড়ায় আসমূদ্রহিমাচল,
আমি তবু থেকে যাই ছুঁয়ে হিমগিরি মেঘ, যমুনার জল
দিগন্তে সূর্য্যের আভায় মেলে দেয়া চাঁদের মমতা
দোয়েলের মোহন শিস, ডাহুকের উদাসী ডাক,
ঊষার নরম প্রহরে শিউলীর মৃত্তিকা প্রেম
চন্দমল্লিকার গায়ে শিশিরের মুক্তোরঙ বিভাস
সব কিছুতেই আমি জড়িয়ে থাকি একাত্ম হয়ে !

আমি কখনই পরবাসে আমাকে সুস্থিত ভাবিনি
আমি কখনই মুগ্ধতার আবেশে রাখিনি চোখ
শ্বেতকন্যার গোলাপী গণ্ডে বা লাল ওষ্ঠাধরে,
রাখিনি ব্লু-বনেটের পেলব শরীরে মায়াবী হাত
ভাসিনি আনন্দ উদ্ভাসে হাডসনের শীতল জলে !

কখনই আমি তোমাকে যাইনি ছেড়ে হে আমার স্বদেশ
কখনই বলিনি তোমাকে আর হবে না দেখা সুনন্দিতা
আমি যেখানেই থাকি তুমি থাকো এই আমাতেই
তুমিহীন আমি সে কোন আমি, লীন হয়ে থাকি তোমাতেই ! —

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "