ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ তোমার স্পর্শেই যেন ”

“ তোমার স্পর্শেই যেন ”

তোমার স্পর্শেই যেন মুক্তির স্বাদ
তোমার অবহেলায়
হৃদয়ে পুঞ্জিভূত অগ্নেয়গিরির সুপ্ত লাভা
ধ্বংস করে দিতে চায়
সমস্ত লোকাচার,

আঁধারে গেজে ওঠা সমস্ত পৈচাশিক স্পন্ধন
হৃদপিন্ডের দরজায় বার বার কড়া নাড়ে
নিষ্পেষিত স্বপ্নের হাতে ফেরারী প্রেম পত্র
তোমার স্পর্শেই যেন
কেঁপে ওঠে অন্ধকারে জেগে থাকা সমস্ত নক্ষত্র
লক্ষ ভ্রষ্ট পথিকের মত-
ভিক্ষার থালায় স্বপ্নের খোঁজে ক্লান্ত দুঃসময়
তবুও তোমার স্পর্শেই যেন মুক্তির স্বাদ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”