ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ রেখেছি গোপনে ”

**কিছু কথা বলেছি তোমায়-
কিছু রেখেছি গোপনে,
কিছু ব্যথা দেখেছো তুমি-
কিছুটা একান্ত আপনে,

**কিছু স্বপ্ন হাওয়ায় ওড়ে-
কিছু নিজের কাছে,
কিছু চাওয়া ভীষণ পোড়ে-
কিছু বুকের মাঝে,

**সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে-
কিছু ভালোবেসেছি তাই কিছু রেখেছি হাতে,

**কিছু কিছু দেইনি বলে রেখোনা অভিমান-
যেটুকু তুমি পাওনি যেনো সেটুকুই মনের টান,

**কত কিছু বদলে যাবে সময়ের এই নিয়মে-
এই কিছুটা থাক না তোলা আগামীর কোন খামে,

**সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে-
কিছু ভালোবেসেছি তাই কিছু রেখেছি হাতে।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”