ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" মুক্তি "

মুক্তি 

ভোরের পাখি নবীন আঁখিদুটি
       পুরানো মোর স্বপনডোর
            ছিঁড়িল কুটিকুটি ।
       রুদ্ধ মন গগনে গেল খুলি ,
      বিজুলি হানি দৈববাণী
            বক্ষে উঠে দুলি ।
htt://nirrjon.blogspot.com


      ঘাসের ছোঁওয়া তৃণশয়নছায়ে
মাটির যেন মর্মকথা বুলায়ে দিল গায়ে ;
      আমের বোল , ঝাউয়ের দোল ,
            ঢেউয়ের লুটোপুটি
      মিলি সকলে কী কোলাহলে
            বক্ষে এল জুটি ।
 
ভোরের পাখি নবীন আঁখিদুটি
      গুহাবিহারী ভাবনা যত
            নিমেষে নিল লুটি ।
      কী ইঙ্গিতে আচম্বিতে
            ডাকিল লীলাভরে।
      দুয়ারখোলা পুরানো খেলাঘরে —
      যেখানে বসে সবার কাছাকাছি
       অজানা ভাবে অবুঝ গান
            একদা গাহিয়াছি ।
প্রাণের মাঝে ছুটে-চলার
            খেপামি এল ছুটি ,
       লাভের লোভ , ক্ষতির ক্ষোভ
            সকলি গেল টুটি ।
 
ভোরের পাখি নবীন আঁখিদুটি
       শুকতারাকে যেমনি ডাকে
            প্রাণে সে উঠে ফুটি ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "