ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“এটাই বুঝি ভালোবাসা”

এটাই বুঝি ভালোবাসাhttp://google.com

কান পেতে শুনি…!
তার হৃদস্পন্দন। তার প্রতিটি হৃদস্পন্দন গুনতে পারি।
এটাই বুঝি ভালোবাসা।
তার প্রতিটি শাসপ্রস্বাস গুনি, এটাই বুঝি ভালোবাসা।
তার প্রতিটি চলার কদম আমি না দেখেই গুনতে পারি
এটাই বুঝি ভালোবাসা। …

প্রথম বার নিজেকে শপে দেয়া, এটাই বুঝি ভালোবাসা।
কুড়ি বছরেরও বেশি সময়ের অঙ্গীকার ভঙ্গ করা,
এটাই বুঝি ভালোবাসা।
দ্বিধা-দন্দ সব ভুলে গিয়ে প্রথম বার ঠোঁটে ঠোঁট সিক্ত করা,
এটাই বুঝি ভালোবাসা।
সারা জীবনের সমস্ত অহংকার প্রিয়তমের চরণে বিসর্জন দেয়া,
এটাই বুঝি ভালোবাসা।
এক ঘর ভর্তি মানুষের মাঝে থেকেও নিজেকে একা ভাবা,
এটাই বুঝি ভালোবাসা।
হাজার মানুষের ভালোবাসায় থেকেও
বাউলের ভালোবাসা পাবার জন্য মন ছটফট করে,
এটাই বুঝি ভালোবাসা।
মনের অজান্তে চোখ ভিজে যায়,
এটাই বুঝি ভালোবাসা।
কাল যা পাপ ছিল, আজ তা ঐশ্বরিক।
আজ তা পুণ্য, আজ তা স্বর্গীয়।
এটাই বুঝি ভালোবাসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "