ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ফুল শুধু ফুল নয় -কাঁটা শুধু কাঁটা নয়”

“ফুল শুধু ফুল নয় -কাঁটা শুধু কাঁটা নয় ”


কতো কাল হলো, চলে গেছো তুমি।

তবুও কেন রয়ে গেছো---
ঝিনুকের গর্ভে মুক্তো হয়ে ?
ধরিত্রীর গর্ভে স্রোতস্বিনী হয়ে ?
ছাইয়ের গর্ভে আগুন হয়ে ?
বরফের গর্ভে জীবাশ্ম হয়ে ?


-
বিছানায় ফুলটা শুকিয়ে গেছে--
কিন্তু গন্ধটা তোমার লেগে আছে।
ঘরে তোমার ছায়াটা মুছে গেছে--
কিন্তু হাসিটা তোমার লেগে আছে।
মাটির 'পরে পদচিহ্ন মুছে গেছে--
কিন্তু গর্ব-টা তোমার লেগে আছে।
-
ভালোবাসা যায় ; তবুও কেন যায় না ?
সে ফিরেফিরে আসে---
আঁধারের কালো বুক চিরে
একাকীত্বের বক্ষ বিদীর্ণ করে
জনারণ্যের কলরব উপেক্ষা করে
বিস্মৃতির হাতছানি উপেক্ষা করে।
-
সে ফিরে আসে---
শুখনো হৃদয়ে আগুন জ্বালাতে
জ্বালা ধরে বুকে আগুন নেভাতে
পুতিগন্ধময় জীবনে একটু সৌরভ ছড়াতে।
-
ফুল শুধু ফুল নয় ; কাঁটা শুধু কাঁটা নয়।
তুমি একটা গোপন, নিষ্ঠুর ক্ষত ;
তবুও তুমি নিরাময়-- যখন আমি আহত। http://nirrjon.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "