ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“প্রশ্ন করোনা”

প্রশ্ন করোনাhttp.//nirrjon.blogspot.com

প্রশ্ন করোনা
আমার পথ কেন তোমার চোখের দিকে তাকিয়ে থাকে
আমার চোখ কেন তোমার শব্দহীন ঠোঁটের প্রতিটি শব্দ অনুসরণ করে
কেন আমার বুকে তোমার দীর্ঘ শ্বাস, আরও দীর্ঘতর হয় !
কেন তোমার শ্বাস প্রশ্বাসেই বেচে আছি এই আমি!
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন তোমার জঠরে জন্ম আমার
কেন আমি জন্মালাম তোমার ভালবাসায়
কেন আমিই হলাম, তুমি কুমারী মাতার প্রথম সন্তান
প্রশ্ন করোনা।


http://nirrjon.blogspot.com
প্রশ্ন করোনা
কেন বলি রাতের বিরহকে ভয় পেও না
বলি, আমিই তোমায় জড়িয়ে রাখি আলো আধারে
কেন বলি, দীর্ঘ রাত ভালবাসার আলোয় অনেক ছোট
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন টলমল, আধো ঘুমে, আধো জাগরণে
কেন দুর্গম পাহাড়ি পথটাকেই বেছে নিলাম
কেন সমুদ্র তীরে বসে অরণ্যের বন্দনা করি
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন দক্ষিণ মনে হয়, যে দিকে তুমি তাকাও
কেন বাতাসে তোমারই ছোঁয়ায় আমি জড়াই
কেন ক্ষতবিক্ষত স্মৃতি তোমার অপেক্ষা মনে রাখে
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন এই বটবৃক্ষ, ছোট্ট ঘরে বাড়াতে দেই ডাল পালা
কেন এই বিরহ বিলাস, কেন এই আত্মার হত্যা!
কেন স্বপ্নে স্বপ্নে, ভুলে যাই নিশ্চিত ফলাফল!
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন তার পরও নিজেকে ভাবি মানব প্রেমিক
কেন দেখি, মেঠো পথে বাউল বাউলী!
কেন অনন্ত কালের তুমি আমি, প্রকৃতির মত
কেন হতে পারি না অবিনশ্বর
এই মানব ভূমিতে
প্রশ্ন করোনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" আমার সকল দুখের প্রদীপ"