ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"ভাবিনী"

 ভাবিনী

ভাবিছ যে ভাবনা একা-একা
        দুয়ারে বসি চুপে চুপে ,
সে যদি সম্মুখে দিত দেখা
        মূর্তি ধরি কোনো রূপে —
হয়তো দেখিতাম শুকতারা
                  দিবস পার হয়ে দিশাহারা
                  এসেছে সন্ধ্যার কিনারাতে
                           সাঁঝের তারাদের দলে ,
                    উদাস স্মৃতিভরা আঁখিপাতে
                            উষার হিমকণা জলে ।
http://nirrjon.blogspot.com


 
হয়তো দেখিতাম, বাদলে যে
        শ্রাবণে এনেছিল বাণী
শরতে জলভার এল ত্যেজে
         শুভ্র সেই মেঘখানি ।
             চলে সে সন্ন্যাসী দিশে দিশে
             রবির আলোকের পিয়াসী সে ,
              আকাশ আপনারই লিপি লিখে
                       পড়িতে দিল যেন তারে ,
             সে তাই চেয়ে চেয়ে অনিমিখে
                        বুঝিতে বুঝি নাহি পারে ।
 
হয়তো দেখিতাম, রজনীতে
            সে যেন সুরহারা বীণা
বিজন দীপহীন দেহলিতে
           মৌন-মাঝে আছে লীনা ।
                একদা বেজেছিল যে রাগিণী
                তারে সে ফিরে যেন নিল চিনি
               তারার কিরণের কম্পনে
                               নীরব আকাশের মাঝে ,
                    সুদূর সুরসভা-অঙ্গনে
                                সুরের স্মৃতি যেথা বাজে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”