ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“লজ্জাময়ী”

               লজ্জাময়ী


কাছে তাঁর যাই যদি ,কত যেন পায় নিধি,
তবু হরষের হাঁসি ফুট-ফুটে, ফুটে না।
কখন বা মৃদু হেঁসে অাদর করিতে এসে-
সহসা সরমে বাঁধে,মন ওঠে-ওঠে না।
http://nirrjon.blogspot.com
অভীমান যাইদূরে,কথা তার নাহি ফুরে,
চরন বারন-তরে ওঠে ওঠে,ওঠে না।
কাতর নিশ্বাস্ ফেলি,অাকুল নয়ন মেলি-
চেয়ে থাকে, লাজবাঁধ তবু টুটে-টুটে না।
যখন ঘুমায়ে থাকি ,মুখপানে মেলি অাঁখি-
চাহি দেখে,দেখি-দেখি স্বাধ যেন মিটেনা।
সহসা উঠিলে জাগি,তখন কিসের লাগি-
মরমেতে ম’রে গিয়ে, কথা যেন ফুটে না।
লাজময়ি তোর চেয়ে,দেখি নি লাজুক মেয়ে-
প্রেমবরিষার স্রোতে, লাজ তবু ছোটে না...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”