ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“অাঁকা-বাঁকা”

অাঁকা-বাঁকা

--------------------------

তোমার---
ভ্রু-র রেখায় পথ হারাবো ,
বুকের পরশে হোঁচট খাবো ,
হাসির জ্বালায় যন্ত্রণা পাবো ,
চোখের আলোয় বুক ঝলসাবো,
ঠোঁটের আগুনে হৃদয় শেঁকবো। 

তুলি--- সোজা করে টানতে গিয়ে -
বারবার খেই হারাবো,
চোখ আঁকতে গিয়ে বুক আঁকবো,
বুক আঁকতে গিয়ে ঠোঁট আঁকবো। 
বাঁকা লাইন ঠোঁট দিয়ে মুছবো,
যত হিজিবিজি কাটাকুটি সব-
আমার বুকের উষ্ণতা দিয়ে ঢাকবো। 
http://nirrjon.blogspot.com

সোজা করে অনেক এঁকেছি তোমায়!
এবার তাই আঁকা -বাঁকা আঁকবো। 
তোমার বাঁকে- বাঁকেই যত গুপ্তধন,
তাই তোমায় এঁকিয়ে -বেঁকিয়ে আঁকবো। 
বেঁকে বসো তুমি-- ঘাড়টা বেঁকিয়ে,
হাসিটা ছড়িয়ে ; কাপড়টা উড়িয়ে 
আড় চোখে তাকিয়ে ; বুকটা উঁচিয়ে। 

একটু হাসো তুমি-- তুলিটা কাঁপছে ,
একটু তাকাও তুমি -আঙুলটা নড়ছে, 
বুকটা ঢাকো তুমি -হৃদয়টা তড়পাচ্ছে 
কাপড়টা উড়াও তুমি-
দেখো তো আমার স্পন্দন আছে কিনা-
হৃৎপিন্ডটা যে স্তব্ধ হয়ে আসছে। 

আজীবন-ই তো এঁকে এলাম তোমায়-
কিন্তু শেষ করতে পেরেছি কি আঁকা ?
আঁকতে গেলেই-হৃদয়টা ফাঁকা- ফাঁকা,
আর রঙ-তুলি সব কেমন  আঁকা- বাঁকা। 

যাক গে-
ছাই হোক আর পাঁশ হোক,
তোমাকে আঁকলেই হলো। 
নিদেন পক্ষে 
আঁকার চেষ্টা করলেই হলো।
আজ তোমার আঁকা বাঁকা ছবি আঁকবো-

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”