ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“স্বপ্ন”

স্বপ্ন


চোখ দুটো বুজে স্বপ্নলোকে, 
আমার ভালবাসা তোমাকেই খোঁজে, 
হৃদয়ের মাঝে সাজে। 

শেষ বিকেলের আলোয় তোমার টোল পড়া মুখ,
দখিনা বাতাসে দোলা তোমার এলো চুল । 
মেঘের ভেলায় ভেসে রংধুনুর রং ছুঁয়ে, 
হাত দুটো বাড়িয়ে আমায় ছুঁয়ে দিবে । 
http://google.com



হাজারো তাঁরার মাঝে ধ্রুবতারা, 
রিনিঝিনি শব্দে তোমার ঐ পথচলা, 
গোছানো সুর এলোমেলো আজ । 

শেষ বিকেলের আলোয় তোমার টোল পড়া মুখ,
দখিনা বাতাসে দোলা তোমার এলো চুল । 
মেঘের ভেলায় ভেসে রংধুনুর রং ছুঁয়ে, 
হাত দুটো বাড়িয়ে আমায় ছুঁয়ে দিবে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”