ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ক্ষয়ে-ক্ষয়ে যাই”

“ক্ষয়ে-ক্ষয়ে যাই”

ওগো-- আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই--
তোমার বিস্মৃতি-সরণীতে, তোমাকে খুঁজতে খুঁজতে
একটু একটু করে, ক্ষয়ে ক্ষয়ে যাই।
http://nirrjon.blogspot.comhttp://nirrjon.blogspot.com
বলেছিলে-- নিশ্চয় থাকবে তুমি
ভালোবাসার দেশে-- কোন প্রতিশ্রুতি নামের গুহায়
বুকে হাত রেখে বলেছিলে তুমি।

বলেছিলে-- কলসী কাঁখে আসবে তুমি
স্বপ্ন নদীর বাঁকে, আশা নামের-- বাঁধানো ঘাট-টায়
http://nirrjon.blogspot.com
প্রত্যয় ভরে বলেছিলে তুমি।



বলেছিলে-- ফুল তুলতে আসবে তুমি
ফুলে ভরা, প্রেম-বাগানের ঈশান কোনের দিকটায়
কানে-কানে-- অস্ফুটে বলেছিলে তুমি।

বলেছিলে-- অপেক্ষায় রইবে তুমি
বিশ্বাস গ্রামের-- কালো পিচ ঢাকা-- সততার রাস্তাটায়
খুব দৃ-ঢ় স্বরে বলেছিলে তুমি।

আমি খুঁজি ; কিন্তু তুমি নেই--
পাহাড়ে নেই ; নদীতে নেই ; বাগানে নেই ; কোথাও নেই
কেউ নেই ; কোথাও নেই।

ওগো-- আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই--
তোমার বিস্মৃতির সরণীতে, তোমাকে খুঁজতে খুঁজতে
একটু একটু করে, ক্ষয়ে ক্ষয়ে যাই।

আমার ভালোবাসা ক্ষয়ে ক্ষয়ে যাই 
আমার বিশ্বাস ; আমার স্বপ্ন-- সবই যে ক্ষয়ে ক্ষয়ে যাই 
ওগো, আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই। ।।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”