ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“মুক্তি দিলাম”

“মুক্তি দিলাম”

আমি সহস্র রজনী জেগেছি
তোমার ভালবাসার জন্য,
অসংখ্য তারা গুনেছি
এক একটি করে জোছনা আলোতে;
দু'চোখ জুড়ে ঘুমের পশরা নেমে এলও
তোমায় নিয়ে স্বপ্নে মেতেছি।

কিন্তু,
তুমি ক'টি রাত জেগেছো,
ক'টি ফুলের মালা গেঁথেছো আমার জন্য,http://nirrjon.blogspot.com
বলতে পারবে কি?
শুধু মুখ লুকিয়ে চলে যাও
দূরে কোনখানে।
http://nirrjon.blogspot.com


আমি হিমালয় থেকে নূড়ি-পাথর এনেছি,
পাহাড়ের বুক চিরে সুড়ঙ্গ কেটেছি,
সমুদ্র থেকে ঝিনুক-মুক্তা কুড়িয়ে দিয়েছি-
যার কোনটাতে তোমায় কেউ দেখেনি।
সব ভাল আমিই বেসে গেলাম-
অবশিষ্টটুকুও তুমি বাসনি আমায়।

তাই আজকে তোমায় মুক্তি দিলাম
দু'চোখের অশ্রুজলে।
আজ থেকে তুমি মুক্ত
আর আমি অজানায়....।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" আমার সকল দুখের প্রদীপ"