ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" তুমি আমি নিষ্পাপ "

http://nirrjon.blogspot.com

 তুমি আমি নিষ্পাপ

তোমার আমার সর্ব অংগে পাপ
দাবি করি তুমি আমি নিষ্পাপ।
মানুষ খুন করলেই পাপ
বাবার বিশ্বাস খুন একটু আধটু নেশা
স্ত্রীর বিশ্বাসও যখন খুন
দাবি করি তুমি আমি নিষ্পাপ।
হাজার খানেক ঋন দিয়ে
বিনিময়ে দ্বিগুণ চাই না
সুদ খাওয়া পাপ।
ঘুষ দিয়ে চাকরিটা নেয়া
যখন উপরি কিছু আয়
দাবি করি তুমি আমি নিষ্পাপ।
মিথ্যা ভুলেও বলি না
মিথ্যা বলা মহাপাপ
ওর কথা একে, এরটা ওকে,
কাঠি নাড়া এ আরকি?
দাবি করি তুমি আমি নিষ্পাপ।
দাম বাড়িয়ে নিলে
মাপে একটু কম দিলে জুতচোরী, পাপ।
অথচ রিকশা থেকে নেমে
খসিয়ে থাপ্পড় মেরে
ব্যাটা ছোটলোক মগেরমুল্লুক নাকি
দাবি করি তুমি আমি নিষ্পাপ।
জোর করে কেড়ে নিলে
নির্যাতন, ধর্ষণ অমার্জনীয় পাপ
কায়দা করে বাসায় নিলে
যখন প্রেম,অভিসার
দাবি করি তুমি আমি নিষ্পাপ।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "