ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" নচিকেতা"



নচিকেতা


তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..
তবু বাদ সাধে আরেক আশা .. ফুটপাতে যাদের বাসা
তবু বাদ সাধে আরেক আশা .. ফুটপাতে যাদের বাসা
আগে তাদের জন্য একটা ঘর বানাই
তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ...
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..

তোর দু'চোখ দ্যাখে আমায়
আমার দু'চোখ দ্যাখে আকাশ
সে আকাশ কালো করে
মানুষের দীর্ঘশ্বাস
জানি তোর আমি অপরাধী
তুই বাদী তুই বিবাদী
তুই সিদ্ধি - শক্তি অপরিসীম

কিন্তু যারা গঞ্জে-গাঁয়ে
বঞ্চনার উজান বাঁয়ে
কিন্তু যারা গঞ্জে-গাঁয়ে
বঞ্চনার উজান বাঁয়ে
আগে তাদের জন্য যৌথ খামার বানাই
তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ...
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..


ফেলে আসা দিনের স্মৃতি
আমার বুকে বাড়ায় ক্ষত
দু'হাত তুলে আকাশ পানে
শুধুই মহা তারা আর কত(!)
হয়তো ফেরা যায় ঘরে
পিঠ দেখানো রাস্তা ধরে

কিন্তু মুখ দেখাবো কী করে তোকে
আজো মানুষ এ ভূখন্ডে
বাঁচছে বোবা দ্বিধা দ্বন্দ্বে
আজো মানুষ এ ভূখন্ডে
বাঁচছে বোবা দ্বিধা দ্বন্দ্বে
আগে তাদের মুক্তির ভাষা শেখাই
তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ...
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”