ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" বাঁকা চোখে বলো না "

"বাঁকা চোখে বলো না" 

বাঁকা চোখে বলো না,
বাঁকা চোখে বলো না,
কথা বলো চোখে চোখ রেখে-
বাঁকা চোখে বলো না,
মনের চেহারা দেখতে দাও না-
বাঁকা চোখে বলো না,
http://nirrjon.blogspot.con
http://nirrjon.blogspot.com
চোখ হল সেই আয়না-
যাকে ঠকানো কখনো যায় না।
কী যে আসল, কী যে নকল।
বুঝব তোমার চোখ দেখে।।
কিছুদিন থেকে গেছি কাছে
কত সুখে মন ভরে আছে
স্মৃতি তার মণিমালা হয়ে
এ জীবনে জানি যাবে রয়ে
চাও যদি সবি অবসান
আমি করব না কোন অভিমান।
যাব আমি চলে সব কিছু ভুলে
কোনই বাঁধন না রেখে।।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "