ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ নীল ধ্রুব তাঁরা”

“নীল ধ্রুব তাঁরা”
http://nirrjon.blogspot.com

অামায় প্রশ্ন করে নীল ধ্রুব তাঁরা,
অার কতো কাল অামি রবো দিশাহারা- রবো দিশাহারা।।

জবাব কিছুই তার দিতে পারি নাই-
শুধু ,পথো খুজে খুজে কেটে গেল-
এ জীবনো সারা ,এ জীবনো সারা ।।

অামায় প্রশ্ন করে নীল ধ্রুব তাঁরা,
অার কতো কাল অামি রবো দিশাহারা-রবো দিশাহারা।।

কারা যেন ভালোবেসে অালো জ্বেলে ছিল, 
সূর্যের অালো তাই নিভে গিয়েছিল।।

নিজের ছায়ার পিছে-ঘুরে ঘুরে-মরি মিছে,, 
এক দিন চেয়ে দেখি -অামি -তুমি হারা, অামি-তুমি হারা।।

অামায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা-
অার কতো কাল অামি রবো দিশাহারা-
রবো দিশাহারা।।

অামি পথ খুজি না তো-পথো মোরে খোঁজে,,
মনো যা বোঝে না বোঝে-
না বুঝে তা বোঝে।।

অামার চতুর পাশে -সব কিছু যায় অাসে,
অামি শুধু তুষারিত গতিহীনো ধারা-
গতিহীনো ধারা ।।

অামায় প্রশ্ন করে নীল ধ্রুব তাঁরা-
অার কতো কাল অামি রবো দিশাহারা-
রবো দিশাহারা।।।।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”