ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“মন যখন জাগলি-না-রে”

“ মন যখন জাগলি-না-রে”

অামার মন যখন জাগলি-না-রে,
ও-তোর মনের মানুষ এলো দ্বারে,
মন যখন জাগলি-না-রে,
তাঁর চলে যাওয়ার শব্দ শুনে-
ভাঁঙ্গল-রে-ঘুম,
ও-তোর ভাঁঙ্গল-রে-ঘুম -অন্ধকারে,
মন যখন জাগলি-না-রে।
ও-তোর মনের মানুষ এলো দ্বারে-
মন যখন জাগলি-না-রে।
http://nirrjon.blogspot.com
মাটির পরে অাঁচল পাতি -
একলা কাঁটে নিশিত রাতি,
তাঁর বাঁশী বাজে অাঁধার মাঝে-
বাঁশী বাঁজে অাঁধার মাঝে,
দেখি-না-যে-চোঁখে তারে,
মন যখন জাগলি-না-রে ।
ও-তোর মনের মানুষ এলো দ্বারে -
মন যখন জাগলি-না-রে।
ও-রে-তুই যাঁহারে দিলি ফাঁকি-
খুঁজে তাঁহারে পায় কি অাঁখি।
এখন পথে ফিরে পাবি-কি-রে,
পথে ফিরে পাবি-কি-রে,
ঘরের বাহির করলি-যা-রে,
মন যখন জাগলি-না-রে।
ও-তোর মনের মানুষ এলো দ্বারে-
মন যখন জাগলি-না-রে।
তাঁর চলে যাওয়ার শব্দ শুনে-
ভাঁঙ্গল-রে-ঘুম ,
ও-তোর ভাঁঙ্গল-রে-ঘুম অন্ধকারে-
মন যখন জাগলি-না-রে।
ও-তোর মনে মানুষ এলো দ্বারে-
মন যখন জাগলি-না-রে।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”

"অর কত;দিন"