ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ যে অনল তোমায় পোড়ায়”

“যে অনল তোমায় পোড়ায়”
http://nirrjon.blogspot. com

বন্ধু তুমি জ্বলছো ধূপের মতো,
শুনে আমি ব্যথা পেলাম কিছু,
বুঝতে পারি তোমার বুকে জমছে অনেক
ক্ষত,
কি আর হবে আমার কাছে বলে,
আমার গাড়ী তোমার মতোই চলে ।
বন্ধু তোমার স্বপ্ন ছিলো অঢেল,
সিন্ধু থেকে মুক্তো নিবে তুলে,
ডুব দিয়েছো সেই খেয়ালে গহীন
সাগর জলে
মানিক তুমি পাওনি খুঁজে যা
পেয়েছো নুড়ি,
কি আর হবে আমার কাছে বলে,
আমার কাছে শামুক আছে ভুরি ।।
বন্ধু তুমি আঁধার বেঁচে কিনতে গেলে
আলো,
চুরি গেলো তোমার সকল জোনাক
জ্বলা রাত,
নিকষ কালো আঁধার ভূবন ছাড়লো না
আর সাথ ।
কি আর হবে আমার কাছে বলে,
আরো আঁধার দিতে পারি নিতে
রাজি হলে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "