ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

সাহারা মরুভূমিতে তুষারপাত!


সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি। আলজেরিয়া, চাদ, মিসর, লাইবেরিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, সুদান এবং তিউনিসিয়া জুড়ে সাহারা মরুভূমির বিস্তৃতি। ৯০ লক্ষ বর্গকিলোমিটার  আয়তনের এই সাহারা মরুভূমি সাধারণত পাহাড়, মালভূমি, বালি আর অনুর্বর ভূমি দ্বারা গঠিত। অত্যন্ত গরম আর শুকনো এই মরুভূমিতে সাধারণত বার্ষিক ২০ সেন্টি মিটারের বেশি বৃষ্টি হয় না। তবে ৪০ বছরের ইতিহাসে এই প্রথম তুষারপাত হয়েছে সাহারা মরুভূমিতে। সাহারা মরুভূমিতে কেউ সাধারণত তুষারপাতের মতো ঘটনার কথা কল্পনাও করতে পারে না। সমপ্রতি আলজেরিয়ার আইন সেফরা অঞ্চলের মরুভূমিতে তুষারপাত দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। বিরল এই তুষারপাতের ঘটনাকে ক্যামেরাবন্দী করেছেন সৌখিন ফটোগ্রাফার কারিম বোউচেতাতা। সাহারা মরুভূমিতে তুষারপাত সম্পর্কে তিনি বলেন, সাহারায় তুষারপাত দেখে অনেকেই অবাক হয়েছেন। এটা খুবই বিরল একটি ঘটনা। তবে এই তুষার একদিনের বেশি স্থায়ী হয়নি। উত্তপ্ত বালির সাথে মিশে গেছে।-ইউপিআই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”

"অর কত;দিন"