ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ যদি জানতে-যদি জানতে ”


“ যদি জানতে-যদি জানতে ”

যদি জানতে ,যদি জানতে-
কি-যে-অামার মনের কথা।
তাহলেই,ফুরিয়ে যেত তোমার অাকুলতা।
যদি জানতে,যদি জানতে -
কি-যে-অামার মনের কথা,
এভাবেই গোপন করে যাকনা চলে -
অনেকটা দিন-কখনো অাঁধার নিয়ে-
কখনো অাশা রঙ্গিন।
না বলেই যাবো বলে,কতো না কথার ছলে,
না বলেই যাবো বলে,কতো না কথার ছলে,
যে কথায় অাছে লেখা অামার কবিতা।
যদি জানতে ,যদি জানতে -
কি যে অামার মনের কথা,
তাহলেই, ফুরিয়ে যেত তোমার অাকুলতা।
যদি জানতে,যদি জানতে -
কি-যে-অামার মনের কথা।
http://nirrjon.blogspot.com


সব যদি অাগেই জান -
রোমানঞ্চটা থাকবে কোথায়,
না জানা সেই কথাটি,
থাকনা দূর অজানাই,
কিছুটা দন্দ মানে-
জীবনে ছন্দ অানে,
কিছুটা দন্দ মানে-
জীবনে ছন্দ অানে,
সব কিছু ফুরিয়ে যাবে-
অগেই জানলে তা ।
যদি জানতে,যদি জানতে-
কি-যে-অামার মনের কথা।
তাহলেই, ফুরিয়ে যেত -তোমার অাকুলতা।
যদি জানতে, যদি জানতে -
কি-যে-অামার মনে কথা।।http://nirrjon.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”

"অর কত;দিন"