ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" সান্তনা "

" সান্তনা " 

যে বোবা দুঃখের ভার
ওরে দুঃখী , বহিতেছ , তার কোনো নেই প্রতিকার ।
                 সহায় কোথাও নাই , ব্যর্থ প্রার্থনায়
                       চিত্তদৈন্য শুধু বেড়ে যায় ।
 
ওরে বোবা মাটি ,
      বক্ষ তোর যায় না তো ফাটি
বহিয়া বিশ্বের বোঝা দুঃখবেদনার
            বক্ষে আপনার
                 বহু যুগ ধরে ।
                       বোবা গাছ ওরে ,
           সহজে বহিস শিরে বৈশাখের নির্দয় দাহন —
                     তুই সর্বসহিষ্ণু বাহন
                         শ্রাবণের
                      বিশ্বব্যাপী প্লাবনের ।
 
      তাই মনে ভাবি ,
                 যাবে নাবি
           সর্ব দুঃখ সন্তাপ নিঃশেষে
      উদার মাটির বক্ষোদেশে ,
                       গভীর শীতল
                 যার স্তব্ধ অন্ধকার তল
কালের মথিত বিষ নিরন্তর নিতেছে সংহরি ।
       সেই বিলুপ্তির'পরে দিবাবিভাবরী
            দুলিছে শ্যামল তৃণস্তর
                 নিঃশব্দ সুন্দর ।
     শতাব্দীর সব ক্ষতি সব মৃত্যুক্ষত
          যেখানে একান্ত অপগত
     সেইখানে বনস্পতি প্রশান্ত গম্ভীর
         সূর্যোদয়-পানে তোলে শির ,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "