ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" মাতাল "

" মাতাল "

 ওরে মাতাল , দুয়ার ভেঙেদিয়ে
        পথেই যদি করিস মাতামাতি ,
থলিঝুলি উজাড় করে ফেলে
        যা আছে তোর ফুরাস রাতারাতি ,
অশ্লেষাতে যাত্রা করে শুরু
        পাঁজিপুঁথি করিস পরিহাস ,
অকারণে অকাজ লয়ে ঘাড়ে
        অসময়ে অপথ দিয়ে যাস ,
হালের দড়ি নিজের হাতে কেটে
       পালের ‘পরে লাগাস ঝোড়ো হাওয়া ,
             আমিও ভাই , তোদের ব্রত লব
                 মাতাল হয়ে পাতাল - পানে ধাওয়া ।
 
 
পাড়ার যত জ্ঞানীগুণীর সাথে
        নষ্ট হল দিনের পর দিন—
অনেক শিখে পক্ব হল মাথা
        অনেক দেখে দৃষ্টি হল ক্ষীণ ,
কত কালের কত মন্দ ভালো
        বসে বসে কেবল জমা করি ,
ফেলাছড়া - ভাঙাছেঁড়ার বোঝা
        বুকের মাঝে উঠছে ভরি ভরি ,
গুঁড়িয়ে সে - সব উড়িয়ে ফেলে দিক
        দিক্‌ - বিদিকে তোদের ঝোড়ো হাওয়া ।
               বুঝেছি ভাই , সুখের মধ্যে সুখ
                      মাতাল হয়ে পাতাল - পানে ধাওয়া ।
 
 
হোক রে সিধা কুটিল দ্বিধা যত ,
        নেশায় মোরে করুক দিশাহারা ,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "