ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" বিচার "

" বিচার " 

   বিচার করিয়ো না ।
  যেখানে তুমি রয়েছ , সে তো
          জগতে এক কোণা ।
  যেটুকু তব দৃষ্টি যায়
          সেটুকু কতখানি ,
  যেটুকু শোন তাহার সাথে
           মিশাও নিজবাণী ।
  মন্দ ভালো সাদা ও কালো
           রাখিছ ভাগে ভাগে ।
  সীমানা মিছে আঁকিয়া তোল
           আপন-রচা দাগে ।
                

সুরের বাঁশি যদি তোমার
           মনের মাঝে থাকে ,
চলিতে পথে আপন-মনে
           জাগায়ে দাও তাকে ।
  গানের মাঝে তর্ক নাই ,
             কাজের নাই তাড়া ।
  যাহার খুশি চলিয়া যাবে ,
             যে খুশি দিবে সাড়া ।
  হোক-না তারা কেহ-বা ভালো
             কেহ-বা ভালো নয় ,
   এক পথেরই পথিক তারা
             লহো এ পরিচয় ।
 
              বিচার করিয়ো না ।
   হায় রে হায় , সময় যায় ,
             বৃথা এ আলোচনা ।
    ফুলের বনে বেড়ার কোণে
             হেরো অপরাজিতা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”