ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“দিনাজপুর অাসন নং ৬”

দিনাজপুর : - অাসন নং ৬

-----------------------তথা বিরামপুর,যোড়াঘাট,নবাবগঞ্জ,হাকিমপুর এই চারটি থানা মিলিয়ে দিনাজপুর ৬ নং অাসন গঠিত ।
এই শোকের মাসে চার থানার- অাওয়ামলীগের তৃণমূল থেকে শুরু করে সকল নেতা/কর্মী/শুভাকাঙ্খী সকলকে জানাই অামার প্রানঢালা শুভেচ্ছা ও সালাম ।
অামরা প্রতি ধাপে-ধাপে ধোকা খাচ্ছি প্রতিনিধী নির্ধারনে ।
অামরা ত্যাগী নেতা নির্ধারনে বার-বার ভূল করছি, দেখেন কোন নেতা সৈরাচার
সরকার পতনের জন্য কয়েক বার জেল খেটেছে । সে সময় অনেক নেতাকে মেরেও ফেলা হয়েছিল। ৯৫/৯৬ সরকার পতনের অান্দোলনে কোন নেতা মাঠে ছিল , নিতীতে যিনি অাটল ।
অাজ সকলে হাব্রিড নেতা হয়েছে।
এ সকল হাইব্রিড নেতাকে ত্যাগ করতে হবে। এ সব হাইব্রিড নেতারা অাবার নিজেদের স্বার্থে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে । এরা সুযোগ সন্ধানী ,যেদিক পানি -সে দিক ছাতা। সুযোগ পেলে এরা বাংলাদেশও কেউ বিক্রি করবে!
এরা অাবার স্বতন্ত্র নির্বাচন করে যখন নমিনেশন পায়না ।
অনেকে অাবার বসন্তের কুকিল - বসন্ত এলে এদের প্রার্দূরভাব ঘটে ।
বিগতো নির্বচনে তারই প্রতিফলন !
যে সব নেতা বা তার পরিবার থেকে যে কেউ নৌকার বিরুদ্ধে নির্বাচন করে বা কোন সময় করেছে সেসব নেতা যেন নমিনেশন না পায় সে দিক সজাগ থাকতে হবে ।
তা না হলে অাবার সাধারন জনগন তাদের প্রাপ্ত-অধীকার থেকে বঞ্চিত হবে।
বঙ্গ-বন্ধুর স্বপ্ন পুরন করতে ত্যাগী নেতার
বিকল্প নাই !!!!
http://nirrjon.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" বিরহের বাণী "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "