ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" গীতাঞ্জলি "

       " গীতাঞ্জলি "


আমার  মাথা নত করে দাও হে তোমার
                           চরণধুলার তলে ।
              সকল অহংকার হে আমার
                     ডুবাও চোখের জলে ।
                              নিজেরে করিতে গৌরব দান
                              নিজেরে কেবলই করি অপমান ,
                              আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
                                       ঘুরে মরি পলে পলে ।
                            সকল অহংকার হে আমার
                                       ডুবাও চোখের জলে ।
           
 আমারে না যেন করি প্রচার
                     আমার আপন কাজে ;
            তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
                    আমার জীবন-মাঝে ।
                           যাচি হে তোমার চরম শান্তি ,
                          পরানে তোমার পরম কান্তি ,
                          আমারে আড়াল করিয়া দাঁড়াও
                                    হৃদয়পদ্মদলে ।
                         সকল অহংকার হে আমার
                                    ডুবাও চোখের জলে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“তুমি অারেকবার অাসিয়া”

“ অানমনে অামাকে ভাবো”

“তোমার বাড়ির সামনে দিয়ে”