ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" আত্মভোলা"

" আত্মভোলা"

সে আমায় শত ঊপমায় -
http://nirrjon.blogspot.com
বারবার সাজায়
শুধুই তার খেয়ালে, 
আবুজ আমিও সং সাজি
নিজেকে ভূলে। 

ভূলে যায়- 
আমি ঝড়ে ভাঙ্গা ডাল 
বেঁচে আছি ঝুলে-ঝুলে ,
হয়তো পলকেই নিষ্প্রান
দমকা হাওয়া এলে।  

তার ডাকে চোখ মেলি-
সবকিছুই রঙ্গিন, 
বেঁচে থাকার সাধ জাগে-
সুখ নিয়ে অন্তহীন ।

ভূলে যাই-
আমি ভেসে যাওয়া তরী 
কেঊ পাশে আসবে 
যদি কূলে ফিরি। 

তাকে আর দোষ দেবো কি? 
আমিই তো চিরদোষী। 
কেন তাকে ফিরে দিয়ে-
নিজেই ফিরে আসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“তুমি অারেকবার অাসিয়া”

“ অানমনে অামাকে ভাবো”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "