ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" যদি কখনও আমি "

" যদি কখনও আমি " 
http://nirrjon.blogspot.com


যদি কখনও আমি ভোরের শিশিরের মত ঝরে পড়ি প্রতিদিন,
সেদিনও কি তুমি থাকবে আমার সাথে-
 
রাখবে কি তোমার তুলির মত পা শিশির ভেজা ঘাসে ।
যদি কোনদিন আমি মিশে যাই ঐ গোধূলির লগ্নে,
তুমি থাকবে কি আমার ফিরে আসার আপেক্ষায় ।
 
যদি কোনদিন হারিয়ে যাই কথার নদী হয়ে,
বাধবে কি সুর নতুন করে সে কথা কুড়িয়ে ।
 
যদি আবার জন্ম নিই নতুন করে তোমাতে,
শান্তির প্রতিক করে পাইরা হিসেবে দেবেকি উড়িয়ে ।
 
যদি আবার ফিরে আসি ভোরের দোয়েল ডাকে ,
ভাঙ্গবে তোমার ঘুম সে ডাকের নরম আবেশে ।
 
যদি কখনও আমি মিশে যাই রাতের নিরবতায়,
মাখবে কি সে নিরাবতা খুব যতনে তোমার সারা গায় ।
 
যদি হয়ে আসি কখনও ভোরের শান্ত হৃদয় দোলানো বাতাস,
তখনও কি দেখবে দুরের আকাশ নিয়ে হৃদয়ের হতাশ ।
 
যদি হয়ে যাই কখনও চৌত্রের রোদে ফেঁটে আহাকার করা মাটি,
সেদিন দেবেকি আমায় জল ভিক্ষে, দেখে আমার আকুতি ।
 
যদি কখনও হারিয়ে যাই শীতের ভোরে কুয়াশার চাদরে,
সেদিনও কি খুজবে আমায় তুমি গুটি গুটি পায়ে ।
 
যদি আমি হারিয়ে যাই কখনও গভীর সমূদ্রে
সেদিনও কি খুজবে আমায় ঢেউয়ের আলেয়া হয়ে ।

 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "