ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ অবশেষে মনটাকে অারও একবার বুঝালাম”

“অবশেষে মনটাকে অারও একবার বুঝালাম”



অবশেষে মনটাকে আরও একবার বোঝালাম- 

সখ আহ্লাদের জন্য তোর আবদার আমি রাখতে পারব না! 

জীবনটা বাঁচিয়ে রাখতে যেটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জোগান আমার। 

অতিরিক্ত কিছু আমার জন্য শুভ নয় তার প্রমান বহুবার পেয়েছি, 

মন তুই পাগল হ আমি সামলে নিব কোন সমস্যা নাই, 
 
বাট আমি যদি আবার পাগল হই তবে আমাকে সামলানোর কেউ নাই! 

মন-তোকে বুঝতে হবে জন্মেছি গোলাম রূপে! 

আত্মঅংকার প্রকাশ পায় এমন কিছু দরকার নাই! 

মন তুই ধিক্কারের যাতনায় আমাকে কাঁদাস, 

ভুল করেও অন্যকে কাঁদানোর প্রয়াস করিও না! 

মন-তোর কাছে প্রার্থনা স্রোতের বিপরীতে আমায় নিয়ে যা!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "