পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“সাহস থেকে প্রেম”

ছবি
সাহস থেকে প্রেম আমার শুধু ইচ্ছে করে সঙ্গে বসে থাকি । হঠাৎ করে তোমার গায়ে গোপনে হাত রাখি । রাখতে রাখতে সাহস হবে সাহস থেকে প্রেম, বুঝবে আমি শিকড়গুলো কিভাবে ছড়ালেম । আমার শুধু ইচ্ছে করে সঙ্গে ভেসে যেতে, ভাসতে ভাসতে সবটা নদী বুকের কাছে পেতে । এমনি করেই সাহস হবে সাহস থেকে প্রেম, তখন তুমি বুঝবে না যে কিভাবে জড়ালেম।

“ তবুও অামি”

ছবি
“ তবুও অামি” আমি কষ্ট দেখেছি খুব কাছ থেকে... আমি গভির ভাবে দেখেছি..... আমি তিলে তিলে উপলব্দি করছি....... রাত ছাড়া যেমন দিন বুঝা যায় না.... তেমনি কষ্ট ছাড়াও ভালোবাসা বুঝা যায় না..... আমি যতো বেশি কষ্ট পেয়েছি,

“ না বলা কথা”

ছবি
“ না বলা কথা” তোমাকে হয়নি বলা কতটা ভালবাসি, তোমাকে হয়নি বলা ,এক পলক দেখার জন্য কতটা উতলা আমি...

“অাজ”

ছবি
অাজ , কেন জানি কিছু ভালো লাগছেনা.... কি যে করি.....? তবে কিছু একটা তো করছি..... অাসলে , এগুলো তো কোন কাজ নয়………… তাহলে.......?

“অাঁধারের মাঝ জাগ্রত স্বপ্ন”

ছবি
“অাঁধারের মাঝ জাগ্রত স্বপ্ন ” ভেবেছিলাম মানুষ হব, বসুধার সমস্ত স্তবক ফুল দিয়ে সাজাবো , মিলিয়ে যাওয়া আভা গুলো আবার সমুজ্জল করব, পৃথিবীর সকল প্রত্যর্থী প্রাণগুলোকে জাগিয়ে তুলবো। হিংস্র – জন্তু জানুয়ারের মর্ন্দোষ্ণ আত্মাকে মন্ত্রবৎ করে মহীয়ান করব। নব উদিত সূর্যকে দিয়ে আলোর পথযাত্রীদের পথ দেখাবো।

“কিছু ভূল”

ছবি
আমি মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি, কিন্তু আমি জানি ওগুলো নয় সব মেকি! হতে পারে এটা আমার অবহেলা- কিংবা হতে পারে আমি বড় বোকা! আমি কিন্তু মানুষটা নই এত খারাপ, আমার লেখায় ঝরে পড়ে সব অনুতাপ! মনের ভিতর থেকে তাড়িয়ে দিও না আমায়, হারিয়ে যাব তাহলে আমি সুদূর নীলিমায়! আমার তরে তুমি বন্ধ করে দিও না দুয়ার, বাঁচবোনা আমি যদি অবহেলা পাই তোমার।

“একাকী পথ চলা”

ছবি
“একাকী পথ চলা” বহুপথ পাড়ি দিয়ে এলাম আরও বহুদুর হবে যেতে, কে হবে মোর সাথী একাকী এই পথে! যদি থাক মোর সাথে বাড়িয়ে দিও দুহাত- প্রার্থনা করি, ‘হে খোদা!

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”