পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“অামার ভালোবাসা”

ছবি
“অামার ভালোবাসা” **তোমাকে আজ আবার মনে পড়লো, অন্তরও মন্দিরে ভেসে উঠলো তোমার প্রতিচ্ছবি, খুব কাছ থেকে অনুভব করছিলাম - যেন তোমার হাত ধরে বসে আছি অনেকটা সময়।।।। আমি তোমার স্পন্দন শুনতে পাচ্ছিলাম, আমি তোমার ভালোবাসাকে আজ আবার, নতুন করে স্পর্শ করলাম। দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়তেই-- বুকের গভীরে আবার অনুভব করলাম,,,, আমি তোমাকে সত্যিই ভালোবাসি-- অনেক ভালোবাসি- http://nirrjon.blogspot.com খুব, খুব বেশি ভালোবাসি।

“স্বীকারোক্তি”

ছবি
স্বীকারোক্তি http://nirrjon.blogspot.com কার অপরিহার্যতা আছে জীবনে আর কে নিতান্তই তুচ্ছ, তা নির্বাচনে বরাবর ভুল হয় আমার। কেন যে মরিচিকার ঔজ্জ্বল্যে চোখে ধাঁধাঁ লাগে, কেন যে চেনা হ্ণদয়ের নিরব প্রস্রবণ টের পাইনা, কেন যে আগন্তুকেরা নিঃশ্বাসের মত আপন হয়ে ওঠে, আর চেনা মানুষের হাত ছুটে যায় মাঝ রাস্তায়, খেয়ালি হ্ণদয়ে সে ফোঁকর ধরা দেয়না, তোমাদের চুপচাপ প্রস্থান টের পাই, অতটুকু বুঝতে পারি বটে! কিন্তু চোখ তুলে ডাকবো, মুখ ফুটে বলবো, ‘অবিযুক্তই থাকি না!’ তা আর হয়ে ওঠে না...।

“দু:খ করো না”

ছবি
“দু:খ করো না” দুঃখকে স্বীকার করো না, – সর্বনাশ হয়ে যাবে । দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো । বাঁচার আনন্দে বাঁচো । বাঁচো, বাঁচো এবং বাঁচো । জানি মাঝে-মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ, তার কালো লোমশ হাত প্রায়ই তোমার বুক ভেদ করে চলে যেতে চায়, তা যাক, তোমার বক্ষ যদি দুঃখের নখরাঘাতে ছিন্নভিন্ন হয়; যদি গলগল করে রক্ত ঝরে, তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে । তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখান করো । http://nirrjon.blogspot.com

নির্জন: "একটু উষ্ণতার জন্য"

নির্জন: "একটু উষ্ণতার জন্য" :  " এ কটু উষ্ণতার জন্য" http://nirrjon.blogspot.com এ কটু উষ্ণতার জন্য কত শত দিনের অপেক্ষা অবশেষে সেই মাহেন্দ্রখন, এতোটুকু স্পর...

"তোমাকে নিয়েই ভাবছি"

ছবি
"তো মাকে নিয়েই ভাবছি" তো মাকে নিয়েই ভাবছি, তোমাকে নিয়ে যে ভাবতে হবে- তা কিন্তু, প্রথম দেখায় ভাবিনি আর এখন… আমার ভাবনার আকাশটি দখলে তোমার- http://google.com

"একটু উষ্ণতার জন্য"

ছবি
 " এ কটু উষ্ণতার জন্য" http://nirrjon.blogspot.com এ কটু উষ্ণতার জন্য কত শত দিনের অপেক্ষা অবশেষে সেই মাহেন্দ্রখন, এতোটুকু স্পর্শে তুমি এতোটা জ্বলে উঠবে তা সত্যিই আমার বোধগম্য ছিল না। http://google.com

“স্বপ্ন”

ছবি
“ স্বপ্ন ” চোখ দুটো বুজে স্বপ্নলোকে,  আমার ভালবাসা তোমাকেই খোঁজে,  হৃদয়ের মাঝে সাজে।  শেষ বিকেলের আলোয় তোমার টোল পড়া মুখ, দখিনা বাতাসে দোলা তোমার এলো চুল ।  মেঘের ভেলায় ভেসে রংধুনুর রং ছুঁয়ে,  হাত দুটো বাড়িয়ে আমায় ছুঁয়ে দিবে ।  http://google.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”