পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"আমি শুনেছি সেদিন তুমি”

ছবি
 "আমি শুনেছি সেদিন তুমি” http://nirrjon.blogspot.com আমি শুনেছি সেদিন তুমি ” আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ – এ চেপে নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ , আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ | আমি কখনও যাইনি জলে , কখনও ভাসিনি নীলে , কখনও রাখিনি চোখ , ডানামেলা গাঙচিলে | আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে আমাকেও সাথে নিও , নেবে তো আমায় ? বল , নেবে তো আমায় ! আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে তোমরা সদলবলে সভা করেছিলে , আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ না – বলা অনেক কথা , কথা তুলেছিলে : কেন শুধু ছুটে ছুটে চলা একই একই কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে ? যদি ভালবাসা না – ই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব , কোথায় গিয়ে ? বল , কোথায় গিয়ে ? আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো , এখনও গল্প লেখো , গান গাও প্রাণ ভরে , মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে , তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে | আস্থা

" কত যে সাগর নদী"

ছবি
" কত যে সাগর নদী"              কথাঃপুলক বন্দ্যোপাধ্যায়                  সুরঃঅরুপ প্রণয়                  শিল্পীঃকুমার শানু কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পার http://nirrjon.blogspot.com তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর।। প্রিয়তমা মনে রেখ অনুপমা মনে রেখ। হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল , উড়ে যায় আঁচল যে ওড়ে এলোচুল ও।। আলতা পায়ে আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে আমার। অনেক দেখেছি তবু তোমার ও মুখখানি সাধ হয় দেখি গো আবার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর প্রিয়তমা মনে রেখ অনুপমা মনে রেখ। সোনায় সোনায় মোড়া নীল নীলাকাশ , শান্ত দীঘির জলে খেলে রাজ হাঁস ও ও।। কাজলা চোখে মিষ্টি চাওয়ায় ছবি আঁক প্রিয়া যে আমার। অনেক দেখেছি তবু এ সবুজ বাংলাকে সাঁধ হয় দেখি গো আবার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পার তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখ অনুপমা মনে রেখ। প্রিয়তমা মনে রেখ , অনুপমা মনে রেখ।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" আমার সকল দুখের প্রদীপ"