মনের হদিস কেই বা জানে মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী
পোস্টগুলি
“ উপলব্ধীতে ”
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
“ উপলব্ধীতে ” নির্বাক বসে আছি সামনে তোমার শান্ত নিরবতা, চেষ্টা করছ কি তুমিও মাপতে হৃদয়ের গভীরতা। তোমার জন্য হতে পারি আমি,বাহুবলী বীর, হৃদয়ের ভালবাসা তোমার জন্য,বুঝাব কিভাবে কত গভীর। উপলব্ধীতে নামবে গভীরে,হাত রাখ হাতে, বিশ্বাস তৈরী কর,তবে চলব আজীবন এক সাথে। তৈরী করেছি তোমার জন্য ভালবাসার বিশালমস্ত ছাউনি, ভালবেসে আগলে রাখবে আমায়,সে প্রতিশ্রুতি কভু দাওনি। সাজাবে কি তোমার ভুবন,আমার স্বপ্ন দিয়ে, সম্মতি দাও, তোমায় পেলে ধন্য হব,তুমিও ধন্য হবে, কথা দাও,চিরদিন তুমি আমার পাশে রবে। তুমি একমাত্র দিতে পার,এই জীবনের পরিপূর্ণ স্বাদ, নতুবা,ধ্বংস হবে এই জীবন,হব আমি বরবাদ।
“ ক্ষনিকের জন্য ”
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
“ ক্ষনিকের জন্য ” তোমায় নিয়ে জীবন তীরে বেধে ছিলেম ঘর, তাইতো তুমি খুব সহজে করে দিলে পর। হারিয়ে গেলে তুমি, কোন সুখের জোয়ারে, আমি অপেক্ষায় আছি আজও জীবন দোয়ারে। ভুলে গিয়েছিলাম তোমায় পেয়ে কে আমি নিজে, তাই আজ দঃখের বৃষ্টিতে সারা দেহ ভিজে। চাইছো তুমি হতে সুখী আমকে ছেড়ে, তবে কেন নিলে আমার ভালোবাস কেড়ে। জানি তুমি করবে না,এক দিন আমায় স্মরণ, সেদিন হয়ত হারিয়ে যাবো ,আসবে আমার মরণ। স্বার্থবাদী তুমি,সর্ব ক্ষেত্র গণ্য, তুমি আমার ভালোবাসা ক্ষনিকের জন্য।
“ ভালোবাসার অর্থ”
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভালোবাসা বলতে আমি বুঝি, তোমাকে রাগানো, তোমাকে জ্বালানো, তোমার সাথে ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া করা, কারণে অকারণে তোমার সাথে রাগ করা, আবার তুমি রাগ ভাঙাবে এই ভেবে- অপেক্ষা করা, তোমার একটি খুদে বার্তার জন্য অপেক্ষা করা, তোমার একটি ফোন কলের পথ চেয়ে অধীর আগ্রহে বসে থাকা আর তোমার সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর স্বপ্ন- দেখা!!!!!!!
“ রেখেছি গোপনে ”
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
**কিছু কথা বলেছি তোমায়- কিছু রেখেছি গোপনে, কিছু ব্যথা দেখেছো তুমি- কিছুটা একান্ত আপনে, **কিছু স্বপ্ন হাওয়ায় ওড়ে- কিছু নিজের কাছে, কিছু চাওয়া ভীষণ পোড়ে- কিছু বুকের মাঝে, **সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে- কিছু ভালোবেসেছি তাই কিছু রেখেছি হাতে, **কিছু কিছু দেইনি বলে রেখোনা অভিমান- যেটুকু তুমি পাওনি যেনো সেটুকুই মনের টান, **কত কিছু বদলে যাবে সময়ের এই নিয়মে- এই কিছুটা থাক না তোলা আগামীর কোন খামে, **সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে- কিছু ভালোবেসেছি তাই কিছু রেখেছি হাতে।।।
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
" বিরহের বাণী "
" বিরহের বাণী " “দুঃখের মাঝেও একটা সুখের অনুভূতি থাকে, তা হয়তোবা সুখে থেকে কেউ কল্পনাও করতে পারবেনা। কারণ মানুষ দুঃখে থেকে সুখকে উপলদ্ধি করতে পারলেও সুখে থেকে কিন্তু কেউ দূঃখকে সেভাবে উপলদ্ধি করতে পারেনা। আর মানুষ যখন কষ্টের মাঝে সুখকে কল্পনা করে তখন তার মনে যে অনুভূতির সৃষ্টি হয় তা কখনও কখনও সুখের চেয়েও ___ “হয়তোবা মাঝে মাঝে কিছু ভুল করে বসি তাই বলে এই নয় যে আমি পচে গেছি আমি যেমন ছিলাম তেমনি আছি শুধু সময়ের সাথে বদলে গেছ তুমি”। ___ “পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলোঃ মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়”। ___ “কষ্ট কখনও কাউকে কষ্ট দেয় না সুখ ই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয়”। ___ “পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালবাসতেন সে জানত, এখনও ভালবাসেন কিন্তু সে জানে না”। ___ “কাউকে মন থেকে ভালবাসলে আপনিও তার কাছ থেকে আপনার মত ভালবাসা আশা করবেন, আর
“প্রথম স্পর্শ”
“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”
‘প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।’ প্লেটো ‘প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।’ স্পুট হাসসুন ‘ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।’ জর্জ চ্যাপম্যান ‘ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।’ টমাস ফুলার ‘কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।’ কনফুসিয়াস ‘যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে।’ এলিজাবেথ বাওয়েন ‘বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনও ভালোবাসা থাকে না’ চার্লস কনটন ‘ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।’ হ্যাভনক এলিস ‘যে ভালোবাসা পেল না, যে কাউকে ভালোবাসতে পারল না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই।’ কিটস্ ‘ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না।’ সমরেশ মজুমদার ‘প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।’ রবীন্
“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”
" তারে ভুলানো গেল না কিছুতেই"
" তারে ভুলানো গেল না কিছুতেই" তারে ভুলানো গেল না কিছুতেই ভুল দিয়ে ভালবাসা দিয়ে বিষের পরশ দিয়ে ভোলান গেলনা কিছুতে , ভালোবেসে কোনদিনও সুখ চেও না সবকিছু ভুলে যেতে ভুলে যেও না । ফিরিবার পথ নেই তবু আজ কেন মরে যাওয়া গেল না যে কিছুতে। যার নাম নিতে চোখে জল এসে যায় তার নাম নিয়ে নিয়ে মন ভেঙ্গে যায় চোখ মুছে ফেলতেও মন থেকে তারে মুছে ফেলা গেল না কিছু তে ।। http://nirrjon.blogspot.com