পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“অামি বলিনি তোমাকে”

ছবি
“অামি বলিনি তোমাকে” আমি বলিনি আমাকে ভালোবাসাতেই হবে! আমি বলেছি আমাকে একটু ভালোবাসার সুযোগ দাও আমি চাইনি তোমার মুখ থেকে I Love You শুনতে,

"অামি নির্জন”

ছবি
"অামি নির্জন” আমি একাপথ চলতে শিখে গেছি…!! তাই আর ভয় নেই…!!

“অামি ঘুমাতে পারিনা”

ছবি
আমি ঘুমাতে পারিনা   http://nirrjon.blogspot.com সহস্রাব্দের নিষ্ঠুরতা আমাকে অনুক্ষণ ক্ষত-বিক্ষত করে ; আমি ঘুমুতে পারি না। http://nirrjon.blogspot.com আমার দুটো শ্রান্ত আঁখি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে

“প্রথম স্পর্শ”

ছবি
 “প্রথম স্পর্শ” প্রথম স্পর্শ ,  প্রথম অনুভূতি  প্রথম প্রেম ,  প্রথম আকুতি  প্রথম কামনা ,  প্রথম বাসনা  প্রথম মিলনে ,  চরম যাতনা ।

“যেখানে সীমান্ত তোমার”

ছবি
ক্যাপশন যুক্ত করুন যেখানে সীমান্ত তোমার যেখানে সীমান্ত তোমা http://nirrjon.blogspot.com র সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে।

“স্বপ্ন”

“স্বপ্ন” দুঃখ পেয়েছি বলেই- ভেবোনা আমি দু:খী, http://nirrjon.blogspot.com নদী তার পাড় ভাঙ্গে অন্যের ভাঙ্গে বুক, মোহনায় মিলনের নেশায় নিজেকে ভেঙ্গেও পায় সুখ।

“স্বপ্ন”

দুঃখ পেয়েছি বলেই- ভেবোনা আমি দু:খী, নদী তার পাড় ভাঙ্গে অন্যের ভাঙ্গে বুক, মোহনায় মিলনের নেশায় নিজেকে ভেঙ্গেও পায় সুখ। তুমি আমার বুক ভেঙ্গেছ বলেই ভেবোনা আমি হ্রদয়হীন। যেখানে থাক ভাল থেকো -চাইবো আমি চিরদিন। তোমার চোখে চোখ রেখেছি বলেই ভেবোনা আমি বিভোর। তোমার কোলে মাথা রেখেছি বলেই ভেবোনা আমি পাপিষ্ঠ।নারীর সন্মান আমার কাছে আজও বলিষ্ঠ। তোমায় ভালবেসেছি বলেই ভেবোনা কাছে চেয়েছি, তোমার বিদায়ে কাদিনি বলেই ভেবোনা দুরে ঠেলেছ্। তুমি আছ আমি আছি আছে ভালবাসা, তোমার যা অতীত আমার তা বর্তমান আর ভালবাসা!দুজনের হতাশা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”