পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ ছায়ার মত ”

ছবি
“ ছায়ার মত ” তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, কিন্তু , সুখে থাকতে পারবো না । ভেবো না,

“ এখানেই শেষ নাকি?”

ছবি
“ এখানেই শেষ নাকি?” ** যখন ভালবাসতে চেয়েছ, ভালবেসেছ ! কোন বাঁধা দেইনি ,নীরবে ভালবেসেছি- যখন কষ্ট দিতে চেয়েছ, কষ্ট দিয়েছ..। কোন বাঁধা দিইনি, নীরবে কষ্টগুলো সহ্য করে গেছি ... আর যেদিন ছেড়ে চলে যেতে চাইলে --  চলে গেলে, কোন বাঁধা দেইনি নীরবে দেখেই গেছি !!!

“ অষ্টপ্রহর ”

ছবি
“ অষ্টপ্রহর ” একটি কবিতা লিখবো বলে বসে থাকি অষ্টপ্রহর লেখনী হাতে,

“ অাগলে রেখেছি ”

ছবি
এখনো তোমার জন্য হৃদয়ে- ছোট্ট একটা অংশ রয়ে গেছে, যা তোমাকে ভুলতে দেয়নি, যা এখনো কোনো- নতুন স্মৃতির চাদরে ঢ়াকা পরেনি..... ঠিক তেমন টাই রয়ে গেছে, যেমন টা তুমি রেখে গিয়েছিলে- আমার কষ্ট হলেও অনেক যত্ন করে তোমার জন্য নিঃস্বার্থ ভাবে আঁকলে রেখেছি॥

“ তোমার স্পর্শেই যেন ”

ছবি
“ তোমার স্পর্শেই যেন ” তোমার স্পর্শেই যেন মুক্তির স্বাদ তোমার অবহেলায় হৃদয়ে পুঞ্জিভূত অগ্নেয়গিরির সুপ্ত লাভা ধ্বংস করে দিতে চায় সমস্ত লোকাচার,

“ অামার মাঝে তোমার লীলা হবে”

ছবি
আমার মাঝে তোমার লীলা হবে – রবীন্দ্রনাথ ঠাকুর আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। এই ঘরে সব খুলে যাবে দ্বার, ঘুচে যাবে সকল অহংকার, আনন্দময় তোমার এ সংসার আমার কিছু আর বাকি না রবে। মরে গিয়ে বাঁচব আমি, তবে আমার মাঝে তোমার লীলা হবে। সব বাসনা যাবে আমার থেমে মিলে গিয়ে তোমারি এক প্রেমে, দুঃখসুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে। কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি রচনা সংখ্যাঃ ১৩০ ।

“ অামার পরান যাহা চায়”

ছবি
আমার পরান যাহা চায় – রবীন্দ্রনাথ ঠাকুর আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" আমার সকল দুখের প্রদীপ"