পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ যারে যাবি যদি যা”

ছবি
http://nirrjon.blogspot.com যারে যাবি যদি যা                                                  বশীর অাহমেদ পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি।। যারে বাঁধন কেঁটে যা যারে হৃদয় ভেঙ্গে যা।

“ বিনা দোষে”

ছবি
বিনা দোষে বিনা দোষে কেউবা আমার করেছে আমায় পর, হায়রে তোমারা বুঝলে না কে বা আপন পর! নির্দোষ আমি , কেন আমায় দূরে ঠেলে দিলে? কি অপরাধে তোমারা আমায় ছেড়ে চলে গেলে?

“ এটাই কি অামার বড় ভূল-তোমাকে ভালোবাসা”

ছবি
এটাই কি অামার বড় ভূল-তোমাকে ভালোবাসা স্মৃতির একটা পাতা উল্টিয়ে দেখলাম, গৌরবময় স্বর্ণালী দিন বিগত, বুঝলাম! তুমিই ছিলে একমাত্র আমার মানষপটে, যাকে নানাভাবেই সাজিয়েছিলাম অকপটে! তোমাকে তো ভালবেসেছিলাম আমি সীমাহীন, যে ভালবাসার থাকার কথা ছিল অমলীন!

“কেন এই নিঃসঙ্গতা”

ছবি
কেন এই নিঃসঙ্গতা কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে…… কেউ না জানুক কার কারনে কেউ না জানুক কার স্বরণে মন পিছু টানে… তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে… তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে… নিয়মে… স্বপ্ন গুলো অন্য কারো, ভুল গুলো আমারি… কান্না গুলো থাক দু চোখে, কস্ট আমারি…

“ফেরারী”

ছবি
    http://nirrjon.blogspot.com ফেরারী  ফেরারী এই মনটা অামার মানে না কোনো বাঁধা তোমাকে পাবারই আশায় ফিরে আসে বারেবার ।। কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে কি জানি কি ভুল ছিল আমার আমাকে কেন গেলে কাঁদিয়ে তাই আমি ফিরে আসি বারেবার

“ বদলা নেবো”

ছবি
বদলা নেবো- http://nirrjon.blogspot.com অনামিকায় অঙ্গীকারের হীরে! ফিরিয়ে নেবো আলিঙ্গনের উষ্ণ। বদলা নেবো- জড়িয়ে পায়ে প্রতিশ্রুতির নূপুর ফিরিয়ে নেবো অনুরাগের স্পর্শ।

“বঙ্গভাষা”

ছবি
বঙ্গভাষা           মাইকেল মধুসূদন দত্ত- হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;-- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহু দিন সুখ পরিহরি! অনিদ্রায়, অনাহারে সঁপি কায়, মনঃ, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;-- কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন!

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "