পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" আমার সকল দুখের প্রদীপ"

ছবি
আমার সকল দুখের প্রদীপ - রবীন্দ্রনাথ আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন যখন বেলাশেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন আমার ব্যাথার পূজা হবে সমাপন http://nirrjon.blogspot.com

"ঈদ মোবারোক "

ছবি
http://nirrjon.blogspot.com ঈদ মোবারোক , পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে জানাই - আমার প্রানঢালা শুভেচ্ছা । সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন,সুন্দর থাকেন ...।

" তুমি আমি নিষ্পাপ "

ছবি
http://nirrjon.blogspot.com   তুমি আমি নিষ্পাপ তোমার আমার সর্ব অংগে পাপ দাবি করি তুমি আমি নিষ্পাপ। মানুষ খুন করলেই পাপ বাবার বিশ্বাস খুন একটু আধটু নেশা স্ত্রীর বিশ্বাসও যখন খুন দাবি করি তুমি আমি নিষ্পাপ। হাজার খানেক ঋন দিয়ে বিনিময়ে দ্বিগুণ চাই না সুদ খাওয়া পাপ। ঘুষ দিয়ে চাকরিটা নেয়া যখন উপরি কিছু আয় দাবি করি তুমি আমি নিষ্পাপ। মিথ্যা ভুলেও বলি না মিথ্যা বলা মহাপাপ ওর কথা একে, এরটা ওকে, কাঠি নাড়া এ আরকি? দাবি করি তুমি আমি নিষ্পাপ। দাম বাড়িয়ে নিলে মাপে একটু কম দিলে জুতচোরী, পাপ। অথচ রিকশা থেকে নেমে খসিয়ে থাপ্পড় মেরে ব্যাটা ছোটলোক মগেরমুল্লুক নাকি দাবি করি তুমি আমি নিষ্পাপ। জোর করে কেড়ে নিলে নির্যাতন, ধর্ষণ অমার্জনীয় পাপ কায়দা করে বাসায় নিলে যখন প্রেম,অভিসার দাবি করি তুমি আমি নিষ্পাপ।

" বিনা দোষে পেলাম এতো সাজা "

ছবি
বিনা দোষে পেলাম এতো সাজা  বিনা দোষে কেউবা আমার করেছে আমায় পর, হায়রে তোমারা বুঝলে না কে বা আপন পর! নির্দোষ আমি, কেন আমায় দূরে ঠেলে দিলে? কি অপরাধে তোমারা আমায় ছেড়ে চলে গেলে? কার ভুল ছিল বেশী বুঝবে একদিন বুঝবে! সময় নিশ্চই আসবে একদিন খুঁজবে আমায় খুঁজবে! একদিন সব ছেড়ে আমি চলে যাব দূরে, তখন খুঁজে পাবে না আমায় সারা জগৎ ঘুরে। যখন আমি থাকবো না কার চোখের সামনে, তখন কি পড়বে কারো আমার কথা মনে? জানি তখন সবাই তোমরা ভুলেই আমায় যাবে, একবার ডেকে দেখো আমায় নিশ্চই সাড়া পাবে! বেঁচে থাকতে কেউ আমায় দিল না একটু স্নেহ, একটু ভালবাসলো না কেউ আদর করলো না কেহ। যখন এই দুনিয়া ছেড়ে মরণ আমার হবে, তখন কারো মনে কি আমার জায়গা হবে? সত্যি বলছি কারো কথা ভুলতে পারিনি আমি, বিশ্বাস কর আমার কথা সাক্ষী অন্তর্যামী! যদিও তোমরা খুব সহজে গিয়েছো আমায় ভুলে, তবুও আমি ক্ষণিকের তরেও যাইনা তোমাদের ভুলে। কখনো আমায় সইতে হয়েছে অনেক কথা তিরস্কার, মনে করেছি এটাই ছিল মোর পাওনা পুরস্কার। যদিও কভু মোর অন্তরে লেগেছে কিছুটা ব্যথা, কই কেই তো শুনতে চাইলো না আমার দুঃখের অব্যক্ত কথা। কি লাভ হবে আর শ

“মুক্তি দিলাম”

ছবি
“মুক্তি দিলাম” আমি সহস্র রজনী জেগেছি তোমার ভালবাসার জন্য, অসংখ্য তারা গুনেছি এক একটি করে জোছনা আলোতে; দু'চোখ জুড়ে ঘুমের পশরা নেমে এলও তোমায় নিয়ে স্বপ্নে মেতেছি। কিন্তু, তুমি ক'টি রাত জেগেছো, ক'টি ফুলের মালা গেঁথেছো আমার জন্য, http://nirrjon.blogspot.com বলতে পারবে কি? শুধু মুখ লুকিয়ে চলে যাও দূরে কোনখানে। http://nirrjon.blogspot.com

“নগ্ন করোনা দেহ”

ছবি
“নগ্ন করোনা দেহ” নষ্ট করোনা আমার ভালোবাসা ভেঙ্গে দিওনা মন সযতনে রেখো নির্ভেজাল অভগ্ন, আমাকে ছাড়া এই পৃথিবীতে অন্য কারো সম্মুখে কখনো তোমার দেহ করোনা নগ্ন । তোমার সবকিছুই আমার শুধুই আমার একান্তই আমার তাহা যে চিরন্তন অবিতথ, তেমনই আমার এই দেহ মন প্রাণ সবকিছুই শুধু তোমারই জন্য থাকবে যথা যত । http://nirrjon.blogspot.com

“দু:খ পাইয়াছি অামি”

ছবি
“দু:খ পাইয়াছি অামি” দু:খ পাইয়াছি আমি। চোখ দুইটাতে আর ধরে না পানি, পড়তে চায় ঝরঝর করে মুইছা কষ্ট গ্লানি। পারি না, পারি না রে আমি পড়ে না চক্ষুর পানি, নয়নে আটকিয়া রাখি মনেতে মনেতে কান্দি। দু:খ পাইয়াছি আমি। কি দুখে যে দুখী আমি কাউরে নারে বলি, যে শুনিবে আমার দু:খ তারেই লাগে সুখী, দু:খের দুখে একলাই দুখী আমি দু:খে মরি। দু:খ পাইয়াছি আমি। http://nirrjon.blogspot.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”