পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" তারে ভুলানো গেল না কিছুতেই"

ছবি
" তারে ভুলানো গেল না কিছুতেই"   তারে ভুলানো গেল না কিছুতেই ভুল দিয়ে ভালবাসা দিয়ে বিষের পরশ দিয়ে ভোলান গেলনা কিছুতে , ভালোবেসে কোনদিনও সুখ চেও না সবকিছু ভুলে যেতে ভুলে যেও না । ফিরিবার পথ নেই তবু আজ কেন মরে যাওয়া গেল না যে কিছুতে। যার নাম নিতে চোখে জল এসে যায় তার নাম নিয়ে নিয়ে মন ভেঙ্গে যায় চোখ মুছে ফেলতেও মন থেকে তারে মুছে ফেলা গেল না কিছু তে ।। http://nirrjon.blogspot.com

" আমার বলার কিছু ছিল না"

ছবি
  আমার বলার কিছু ছিল না                             -হৈমন্তি শুক্লা আমার বলার কিছু ছিল না না-গো আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না http://nirrjon.blogspot.com সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে ।। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতি টাই গেলে তুমি ফেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না না-গো আমার বলার কিছু ছিল না দু’হাতে তোমার ওগো এতকিছু ধরে গেল ধরলো না শুধু এই স্মৃতি টা রয়ে গেল শেষ দিন রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই ইতিটা কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না না-গো আমার বলার কিছু ছিল না

"Lost your pen"

ছবি
Lost your pen         http://nirrjon.blogspot.com
ছবি
http://nirrjon.blogspot.com

" তোরি জন্য"

ছবি
" তোরি জন্য"                      - মৌসুমী ভৌমিক http://nirrjon.blogspot.com তোরি জন্য শরীরের ভারে আমি নত,তোরি জন্য গল্প বুনেছি কত কত তোরি জন্য গান , তোকে ঘিরেই খেলা তোকেই দিচিছ আমার সকাল ছেলেবেলা । তোকে দেবো আমি আমার টিনের চালবাড়ি , তোকে দেবো দেখ আমার পাহাড় সারি সারি , তোকে দিয়ে দেবো স্কুল পথে বাকেঁ পাওয়া ফ্রগ-ফিতেঁ , ওরে সামাল দামাল কোণ খাওয়া । তোরি জন্য গান , তোকে ঘিরেই খেলা তোকেই দিচিছ আমার সকাল ছেলেবেলা । টক নুন টক তেতুঁল আচাঁর আছে রাখা তোরি জন্য আমার বয়ামে তেলে মাখা, তোকেই দিচিছ জল ছপছপ ভেজাঁ জুতো স্কুলে না যাওয়ার আমার পুরানো সেই ছুতো , আমার গল্প বইয়ের মলাট পাতা খুলে তোরি জন্য শব্দ গন্ধ রাখি তুলে । তোকে ভাগ দিই আমার বড় হওয়ার ব্যাথা , তোকে বলে দেবো আমার গোপন যত কথায় সব আমি তোকেই দেবো তোকে দেবো তোর ছেলেবেলা তোর কাছ থেকে চেয়ে নেবো । এইসব আমি তোকেই দেবো তোকে দেবো তোর ছেলেবেলা তোর কাছ থেকে চেয়ে নেবো ।

"শুধু একবার এসো"

ছবি
  " শুধু একবার এসো"      http://nirrjon.blogspot.com দিন শেষে রাত্রি ঘনিয়েএসেছে প্রায়;মুমূর্ষ আমি শুয়ে আছি,_ছিন্ন অগোছালো বিছানায়। আমি জানি , কি করে আয়ু নষ্ট হয় , প্রস্তুতিও প্রতীক্ষায় , ওষ্ঠ ও কণ্ঠের তাপে , ছিন্ন পরিতাপে , গভীর গোপন রাত্রি খেলা করে , একাকী নিঃসঙ্গ ঘরে - আমি তা জানি ! তাই আজ ,

" সময় পেলে খবর নিও-"

ছবি
                   " সময় পেলে খবর নিও-"       http://nirrjon.blogspot.com সময় পেলে খবর নিও- শুনিবে হয়তো আছি,না হলে নেই। বুঝে নিও আমি শুধু তোমার ছিলাম।, শেষ মুহুর্তেও। জল চোখে কেদো না আর অভিনয় করে, এসো না তুমি আমার সমাধি পারে, এই মিনতি তোমার তরে। মুছে দিও ,স্মৃতিগুলো যা ছিল মনে, আমি এখন থাকব একা ,তোমার বিহনে। আমায় তুমি থেকো ভূলে অনুরোধ রইল আমার, তোমার জীবন হোক একটা সুখের পরিবার… ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”