পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“বাংলাদেশের সকল সিমের ব্যবহারিত [Ussd] কোড নং”

বাংলাদেশের সকল সিমের ব্যবহারিত [Ussd] কোড নং……… Grameen Phone Balance Check : *566# Show SIM Number : *2# Package Check : *111*7*2# Minute Check : *566*24# , *566*20# SMS Check : *566*2# MMS Check : *566*14# Data (MB) Check : *566*10# , *567# Call Me Back : *123*Number# Net Setting Request : *111*6*2# Miss Call Alert (On) : type START MCA & Send to 6222 Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to 6222 Banglalink Balance Check : *124# Show SIM Number : *511# Package Check : *125# Minute Check : *124*2# SMS Check : *124*3# MMS Check : *124*2# Data (MB) Check : *124*5# , *222*3# Call Me Back : *126*Number# Net Setting Request : Type ALL & Sent to 3343 Miss Call Alert (On) : Type START & Send to 622 Miss Call Alert (Off) : Type STOP & Send to 622 Robi: Balance Check : *222# Show SIM Number : *140*2*4# Package Check : *140*14# Minute Check : *222*3# SMS Check : *222*11# MMS Check : *222*13# Data (MB) Check : *222*81# , 8444*88#

“প্রশ্ন”

“প্রশ্ন” ১) বধির পথগুলো দিয়ে যে শীর্ণতা ফিরে গেলো স্মৃতির মিছিলে তুমিও কি তার সহযাত্রী ছিলে..... (২) উথ্বান পতনের বিপরীত বুঝি নামতে নামতে তাই আজও তোমাকেই খুঁজি (৩) আকাঙ্খিত বাসনার উদযাপন করে যে গেলো সুখের আঁচলে বিষাদের খোলে তার ঠিকানা ছিলো নাকি কোনদিন সময়ের ভুলে..... (৪) নামতা সহজ হলে হিসাবের প্রয়োজন থাকে রঙহীন জীবনও তো চায় শুভ্র নামতাকে......

“আস্তে করে আমাকে বলে দিও”

যদি, কখনও আমার প্রয়োজন শেষ হয়ে যায় তোমার জীবনে। তখন,আস্তে করে আমাকে বলে দিও। আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবো। কিন্তু......... .....!! দয়া করে আমাকে এড়িয়ে যেও না। তাহলে, অামার কাছ থেকে দূরে গেলে, যতটা না কষ্ট পাবো। তার চেয়ে বেশি কষ্ট পাবো তুমি এড়িয়ে চললে...........

কোমলতা

 কোমলতা তোমার কোমলতা তোমার কোমল স্পর্শ আমার হৃদয়ে ঢেউ খেলে যায় তোমার ছোঁয়ায় মন আমার কোথায় যেন হারিয়ে যায়। তোমাকে পাব বলে অপেক্ষায় আছি বহু বছর অনন্তকাল ধরে চলছে সময় বয়ে যায় অবারিত সময় তোমাকে পাবার আশায় আজো আমার কাটছে সময়। তোমার কোমলতা তোমার ছোঁয়া  অনুভব করতে চাই প্রিয়া আমার তোমার ভালোবাসা আমি পেতে চাই পূরণ হবে কি সেই চাওয়া আমার ?

তুমি অাসবে তো.

তুমি কি জানো কতটা বছর, কতটা দিন, কতটা মুহুর্ত আমি তোমাকে খুঁজেছি। তোমাকে খুঁজে খুঁজে কাটিয়েছি অসংখ্য উদাস সকাল, বিষন্ন বিকেল আর নির্ঘুম রাত। কিন্তু জানো এসবের জন্য এখন আমার আর বিন্দুমাত্রও আক্ষেপ নেই। কারণ, এতসব কালক্ষেপন যে বৃথা যায়নি। আমি জানতাম একদিন নিশ্চয়ই তোমাকে খুঁজে পাবো।  আচ্ছা, তুমি কি পারতেনা আরো কিছুদিন আগে আসতে? কি এমন হতো বলতো..!! আমার প্রতি তোমার কি কোনো অভিমান ছিল? নাকি এমনিতেই আসা হয়ে ওঠেনি? হয়তো তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলে- আসবে কি আসবেনা।। তবে যাই হোক, আমি কিন্তু নিশ্চিত ছিলাম। আমার পুরো বিশ্বাস ছিল, না এসে তুমি থাকতেই পারবেনা। আসতে তো তোমাকে হবেই। কারণ, তুমি যতদিন আমার দৃষ্টির অগোচরে থাকতে, আমি ততোদিন তোমায় খুঁজে-ই যেতাম। 

বেঁচে আছি আমি

বেঁচে আছি আ মি নিস্তব্ধ পরিবেশ, একাকী আমি, জীবন বলতে শুধু আমি আর আমার একাকীত্ব, রোজ চলে যাওয়া নতুন কিছুর আশায়, ফিরে আশা অপারগ নিরাশায়, একে যদি বেঁচে থাকা বলা যায়; তবে হ্যাঁ বেঁচে আছি আমি। কর্মক্ষেত্র, বাধ্যতার এক নিপুণ ক্ষেত্র, অবলুপ্ত সকল প্রত্যাশা, সকল সুযোগ, চিন্তা চেতনার বিস্তৃতিতে অন্তরায়, দিন চলে যায় পরের দিনের আশায়, একে যদি সুখী থাকা বলা যায়; তবে হ্যাঁ সুখী আছি আমি। বাস্তবতা, স্বপ্নের ক্ষেত্রে অতিকায় আগল, নিভিয়ে দেয় সকল সম্ভাবনা, মাঝে মাঝে জীবনকে ঠেলে দেয় মরণের দ্বারে, চলে যায় সময় বাস্তবতার আশ্রয়ে, একে যদি ভাল থাকা বলা যায়; তবে হ্যাঁ ভাল আছি আমি। বেঁচে থাকা যদি একে বলা হয়, তবে মরণ কে আর কি বলা হয়? জীবন তো একটাই, মরণ ও একটাই, জীবনই তো মরণের সমতুল্য, তবে মরণ আর কোথায় অন্যকিছু? যান্ত্রিকতায় জীবন দিশেহারা, নেই এতটুকু বিলম্ব। হয়না নিজের মত করে জীবনকে দেখা, হয়না তাকে ঘিরে দেখা স্বপ্ন সত্য করা। একেই যদি বলা হয় বেঁচে থাকা; তবে হ্যাঁ সত্যিই বেঁচে আছি আমি।

আমি চিনি গো চিনি তোমারে –

আমি চিনি গো চিনি তোমারে – রবীন্দ্রনাথ ঠাকুর আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী । তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী ।। তোমায় দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি-মাঝারে, ওগো বিদেশিনী । আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী । ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী ।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”