পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

নির্জন: “ কষ্টের বেড়াজাল ”

নির্জন: “ কষ্টের বেড়াজাল ” : কষ্টের বেড়াজাল,, সব কিছু সহ্য করতে পারলেও ,আমি কষ্ট একদম সহ্য করতে পারি না। আমার যেটা ভালো লাগে না, আমি যেটা চাইনা- সেটাই আগে হয়। কারো...

“ রেখেছি গোপনে ”

ছবি
**কিছু কথা বলেছি তোমায়- কিছু রেখেছি গোপনে, কিছু ব্যথা দেখেছো তুমি- কিছুটা একান্ত আপনে, **কিছু স্বপ্ন হাওয়ায় ওড়ে- কিছু নিজের কাছে, কিছু চাওয়া ভীষণ পোড়ে- কিছু বুকের মাঝে, **সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে- কিছু ভালোবেসেছি তাই কিছু রেখেছি হাতে, **কিছু কিছু দেইনি বলে রেখোনা অভিমান- যেটুকু তুমি পাওনি যেনো সেটুকুই মনের টান, **কত কিছু বদলে যাবে সময়ের এই নিয়মে- এই কিছুটা থাক না তোলা আগামীর কোন খামে, **সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে- কিছু ভালোবেসেছি তাই কিছু রেখেছি হাতে।।।

“ একটি বার ”

ছবি
“ একটি বার ” একটিবার তোমার প্রেমে পড়তে চাই, আমি একটিবার তোমাকে ভালবাসতে চাই, আমি একটিবার তোমাকে ছুঁয়ে দেখতে চাই, আমি একটিবার তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে চাই, আমি একটিবার তোমাকে আলিঙ্গন করে শরীরের উষ্ণতা নিতে চাই,

“ কষ্টের বেড়াজাল ”

ছবি
কষ্টের বেড়াজাল,, সব কিছু সহ্য করতে পারলেও ,আমি কষ্ট একদম সহ্য করতে পারি না। আমার যেটা ভালো লাগে না, আমি যেটা চাইনা- সেটাই আগে হয়। কারো চোখের পানি দেখলেই আমারও চোখে পানি চলে আসে। কারণে অকারণে নিজেই কেঁদে ফেলি। কষ্ট গুলো- কেনো এমন হয়..?? কষ্ট গুলো কেনো এতো কষ্ট দেয়....?? ইদানিং মনে হচ্ছে আমি কষ্টের বেড়াজালে আটকা পড়েছি। মাঝে- মাঝে মনে হয় কষ্টকে ঘিরেই আমি। আবার মনে হয় আমার সব কিছু ঘিরেই কষ্টরা। কোন কিছুতেই মন বসাতে পারছি না। কোন কারণ ছাড়াই, কিছু ভালো লাগেনা মন খারাপ হয়ে যায়। এই মন খারাপ ভালো না লাগার কারণ কি...?? লাইফের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে- সত্যি নিজের প্রতি নিজের করুণা হয়। এভাবে সময় গুলো কাটাতে হবে কখনো, চিন্তাই করিনি -ভাবনাতেও আসেনি কখনো। কিছু কথা মনে হলে আরও বেশী কষ্ট লাগে। নিজেই- নিজের কাছে সান্ত্বনা খুঁজে বেড়াই। কিন্তু সে সান্ত্বনা চোখের জল ফেলেই শেষ হয়, সান্ত্বনা আর খুঁজে পাই না।।।।।।।

“ ছায়ার মত ”

ছবি
“ ছায়ার মত ” তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, কিন্তু , সুখে থাকতে পারবো না । ভেবো না,

“ এখানেই শেষ নাকি?”

ছবি
“ এখানেই শেষ নাকি?” ** যখন ভালবাসতে চেয়েছ, ভালবেসেছ ! কোন বাঁধা দেইনি ,নীরবে ভালবেসেছি- যখন কষ্ট দিতে চেয়েছ, কষ্ট দিয়েছ..। কোন বাঁধা দিইনি, নীরবে কষ্টগুলো সহ্য করে গেছি ... আর যেদিন ছেড়ে চলে যেতে চাইলে --  চলে গেলে, কোন বাঁধা দেইনি নীরবে দেখেই গেছি !!!

“ অষ্টপ্রহর ”

ছবি
“ অষ্টপ্রহর ” একটি কবিতা লিখবো বলে বসে থাকি অষ্টপ্রহর লেখনী হাতে,

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "