পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী
http://nirrjon.weebly.com/blog/1#786786289447618671

“ফুল শুধু ফুল নয় -কাঁটা শুধু কাঁটা নয়”

ছবি
“ফুল শুধু ফুল নয় -কাঁটা শুধু কাঁটা নয় ” কতো কাল হলো, চলে গেছো তুমি। তবুও কেন রয়ে গেছো--- ঝিনুকের গর্ভে মুক্তো হয়ে ? ধরিত্রীর গর্ভে স্রোতস্বিনী হয়ে ? ছাইয়ের গর্ভে আগুন হয়ে ? বরফের গর্ভে জীবাশ্ম হয়ে ?

“অামি খৃঙ্খলহীন-বিশৃঙ্খল”

ছবি
অামি শৃঙ্খলহীন- বিশৃঙ্খল http://nirrjon.blogspot.com আমি শৃঙ্খলহীন বিশৃঙ্খল, সর্বদা অশান্ত। ম্লান বদনে বলিনি কভু, প্রভু, আজ আমি বড় ক্লান্ত।

“এটাই বুঝি ভালোবাসা”

ছবি
এটাই বুঝি ভালোবাসা http://google.com কান পেতে শুনি…! তার হৃদস্পন্দন। তার প্রতিটি হৃদস্পন্দন গুনতে পারি। এটাই বুঝি ভালোবাসা। তার প্রতিটি শাসপ্রস্বাস গুনি, এটাই বুঝি ভালোবাসা। তার প্রতিটি চলার কদম আমি না দেখেই গুনতে পারি এটাই বুঝি ভালোবাসা। …

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

ছবি
কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়? প্রতিনিয়ত আমি তোমাকেই শুধু খুঁজে বেড়াই , মাঠে, ঘাটে, ঘরে, বাইরে, আকাশে, বাতাসে- কিন্তু কোথায় তুমি? আমি যে দেখি না তোমায়, ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসি আমি একা হতাসে!

রংধনু

চেনা মুখগুলো রং পাল্টাচ্ছে...লাল থেকে নীল...নীল থেকে সবুজ..হলুদ..কমলা..আকাশী..বেগুনী...ধূষর! হাজারো রঙে বদলে যাচ্ছে তারা! পাল্টে যাওয়া মানুষ একজন নয়,,দলে দলে সবাই পাল্টাচ্ছে! সাদা...কালো থেকে রঙিন হচ্ছে! আমার কষ্ট হচ্ছে তাদের বদলে যাওয়া দেখতে....কারন ধীরে ধীরে তারা অপরিচিত হয়ে উঠছে আমার কাছে! তবুও আমি মুগ্ধ হয়ে রঙের খেলা দেখছি! মাঝে মাঝে কষ্টটাকেও উপভোগ করি.....

"বলাকা"

ছবি
- রবীন্দ্রনাথ ঠাকুর---বলাকা যে-কথা বলিতে চাই,          বলা হয় নাই,              সে কেবল এই-- চিরদিবসের বিশ্ব আঁখিসম্মুখেই              দেখিনু সহস্রবার              দুয়ারে আমার।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”