পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“অনন্ত প্রেম”

ছবি
অনন্ত প্রেম তোমারেই যেন ভালোবাসিয়াছি                শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার।        চিরকাল ধরে মুগ্ধ হৃদয়                গাঁথিয়াছে গীতহার,        কত রূপ ধরে পরেছ গলায়,                নিয়েছ সে উপহার জনমে জনমে, যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী,                প্রাচীন প্রেমের ব্যথা,        অতি পুরাতন বিরহমিলনকথা, অসীম অতীতে চাহিতে চাহিতে                দেখা দেয় অবশেষে        কালের তিমিররজনী ভেদিয়া                তোমারি মুরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।        আমরা দুজনে ভাসিয়া এসেছি                যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয়-উৎস হতে।        আমরা দুজনে করিয়াছি খেলা                কোটি প্রেমিকের মাঝে        বিরহবিধুর নয়নসলিলে,                মিলনমধুর লাজে— পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।        আজি সেই চিরদিবসের প্রেম                অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।

“ভূলে”

ছবি
ভুলে কে আমারে যেন এনেছে ডাকিয়া,              এসেছি ভুলে। তবু একবার চাও মুখপানে                নয়ন তুলে। দেখি, ও নয়নে নিমেষের তরে সেদিনের ছায়া পড়ে কি না পড়ে, সজল আবেগে আঁখিপাতা দুটি                পড়ে কি ঢুলে। ক্ষণেকের তরে ভুল ভাঙায়ো না,                এসেছি ভুলে। বেল-কুঁড়ি দুটি করে ফুটি-ফুটি                  অধর খোলা। মনে পড়ে গেল সেকালের সেই                  কুসুম তোলা। সেই শুকতারা সেই চোখে চায়, বাতাস কাহারে খুঁজিয়া বেড়ায়, উষা না ফুটিতে হাসি ফুটে তার                গগনমূলে। সেদিন যে গেছে ভুলে গেছি, তাই                এসেছি ভুলে। ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে                  পড়ে না মনে, দূরে থেকে কবে ফিরে গিয়েছিলে                    নাই স্মরণে। শুধু মনে পড়ে হাসিমুখখানি, লাজে বাধো-বাধো সোহাগের বাণী, মনে পড়ে সেই হৃদয়-উছাস                  নয়ন-কূলে।

“অনর্থ”

কেনো তবু দূরে থাকো? নিজেরে লুকিয়ে রাখো, অনর্থ অজুহাতে সলাজ বদনে যাও চলে? ঠোট চেপে বাঁধো কথা, বাঁধা যায় আঁখিপাতা? মনের অতল প্রেম ঢেকে রাখা যায় কোনো ছলে? *** হাজার চাতুরী করে, ফুল কি থামাতে পারে ঘ্রাণের জোয়ার তার? ভ্রমর তা ঠিক নেয় খোঁজে। প্রেয়সী রূপের শিখা পুড়িছে কল্পপাখা, কলমের নিব তাই প্রাণ বলে প্রেমগান বুঝে। *** ঠিক ভুল বুঝিনাকো, বুঝি যদি পাশে থাকো চোখ বুঝে সয়ে যাবো ত্রিভুবন জ্বলে হোক ছাই। আর কতো বৃথা চেয়ে দেবে ক্ষণ অপচয়ে? পরীক্ষা নিলে নাও প্রেমে মোর কোন খাঁদ নাই।

“অনর্থ”

ছবি
কেনো তবু দূরে থাকো? নিজেরে লুকিয়ে রাখো, অনর্থ অজুহাতে সলাজ বদনে যাও চলে? ঠোট চেপে বাঁধো কথা, বাঁধা যায় আঁখিপাতা? মনের অতল প্রেম ঢেকে রাখা যায় কোনো ছলে? *** হাজার চাতুরী করে, ফুল কি থামাতে পারে ঘ্রাণের জোয়ার তার? ভ্রমর তা ঠিক নেয় খোঁজে। প্রেয়সী রূপের শিখা পুড়িছে কল্পপাখা, কলমের নিব তাই প্রাণ বলে প্রেমগান বুঝে। *** ঠিক ভুল বুঝিনাকো, বুঝি যদি পাশে থাকো চোখ বুঝে সয়ে যাবো ত্রিভুবন জ্বলে হোক ছাই। আর কতো বৃথা চেয়ে দেবে ক্ষণ অপচয়ে? পরীক্ষা নিলে নাও প্রেমে মোর কোন খাঁদ নাই।

“চাওয়া-পাওয়া”

ছবি
“চাওয়া-পাওয়া” কিছু কিছু জীবন আছে যেখানে ভালবাসা আসেনা কিছু কিছু জীবন আছে যেখানে ভালবাসা এসেও থাকেনা কিছু কিছু প্রেমিকা আছে 

“তোর জন্য”

ছবি
“তোর জন্য” তোর সঙ্গেই হয়যে আমার জলতরঙ্গের আড়ি তোকে নিয়েই উদাস দুপুর নিত্য আমি গড়ি। তোর সঙ্গেই শীতের রাতের উষ্ণ আলাপন, নিত্য দিনের ভাঙ্গা-গড়া সুখের স্বপন।

“ বলনা ”

ছবি
বলনা মন তোরে বলি যত তুই চলেছিস তোরই মতো, সাধ্য কি আমার ছুটি তোর পিছনে... মন বলি তুই ফিরে চা, মন ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া কে আর আছে জীবনে... কি কারণ-অকারণ, এত করিস জ্বালাতন, ভালো লাগে না এ দোটানা, ও চাতন সারাক্ষণ,

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”

"অর কত;দিন"