পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ এই জীবন খানি”

ছবি
** ব্যার্থ এই জীবনখানিই দিলাম, নেই কিছু অবশিষ্ট আর, কী  দেই বলো ? অযত্ন অবহেলায় পড়েছে হাতে সময়ের  আততায়ী কড়া, পায়ে বেড়ি, চাইলে নিতে হবে তাই রাজ্যের অপবাদ সব । ব্যার্থ এই জীবনখানি ছাড়া দেয়ার  মত অবশিষ্ট নেই যে কিছুই ! বলো, নির্বাসিত জীবনে,  কে থাকে আর এমন, দিওয়ানা পথিকের দুঃখ হয়, মোছায়  চোখের তপ্ত জল, বলে ভালোবেসে, পথিক, চাইলে খুলে  দ্যাখো তুমি এ হৃদয় মন, দ্যাখো, মন পড়ে রয় তোমার মনে ! আমিতো তাই হৃদয় থেকে হৃদয় সাঁতরে গেছি শুধু, যায় পর্যটক  যেমন ! ভালোবেসে এমন কাউকে বলে কী কেউ কখনো  মনের কথা ? মোছায় চোখের তপ্ত জল ? বলো, ছেড়া ভাঙা  এমন দগ্ধ জীবন চায় কী কেউ ভালোবেসে ? তাইতো কেবল  সাঁতরে গেছি, ভালোবাসিনি কাউকে তেমন, বাসেনি ভালো কেউই  তেমন । চায়নি কেউই তোমার মতন, বলেনি চাই ব্যাথিত জীবন !  চাইলে তুমি, তুমিই প্রথম, চাইলে এই আঁধারে আলো ; এ হৃদয়  তাই তোমাকে দিলাম, দিলাম ছেড়া ভাঙা এই বিদগ্ধ জীবন, দু  ফোঁটা তপ্ত জল। ভালোবাসার জন্য এ জীবনে এটুকুই সলাজ সঞ্চয় !

“ব্যার্থ”

ছবি
** করেছি আজিকে ভ্রমন , ব্যার্থ প্রেমের সড়কে এমন / প্রেমের নামেতে ঘৃনায় ভরেছে আমার বিদ্ধস্ত মন / ভাবিয়া উঠিতে পারিনি, হে মোর হৃদয়-নাশিনী প্রিয়া / এমন করিয়া আঘাত হানিবে , এমন ই পাষান হিয়া /. ভাবিনি, যে আঁখী ছিল প্রেমাধার , ছিল যাহা মধুবন / ছলকাবে সেই আঁখীর জামেতে গরল প্রস্রবন / ওরে বিশবাসঘাতিকা, ভাঙ্গুক হিয়া তব, মম হেন / তড়পায় , করে হায় হায় , হিয়া তব , দিবারাত যেন / আসে যেন তব সম্মুখে, দুখভরা কোনো কালি রাত / হৃদয়ে মাতম ওঠে যেন, অশ্রুতে ভেজে আঁখীপাত / কেমন করিয়া হাসিতেছো তুমি, দেখিয়া ও মোর হাল / ভাবিয়োনা দুর্বল , ভাবিয়োনা কাঁদিয়া কাটিবে কাল ./ এমন ই করিব সচ্ঞয় বল , করিব পাষাণ হিয়া / ঠোকর মারিব ঘৃনাভরে , যদি দেখি কভু তব ছায়া .

“ ভূল”

ছবি
“ ভূল” আকাশের নীল রঙ ছুঁয়ে বলতে ইচ্ছে করে আমি এতো দিন যা করেছি ভূল করেছি ।

“বেঁচে থাকা”

ছবি
কষ্টের মাঝে বেঁচে থাকাটা যে কত বড় কষ্ট, তা সবাই বুঝে না। শুধু সেই বুঝে যে প্রতিনিয়ত কষ্টের অনলে পুড়তে থাকে ... ! কখনও বা জীবনের সবটাই থেমে যায়, প্রান থেকেও মনে হয় নেই। কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায়না, তা প্রকাশও করতে হয়না। অপেক্ষার প্রতিটি মূহুর্ত যেন যুগ যুগান্তরের। তবুও সময় যাচ্ছে আর এভাবেই ফুরিয়ে নিঃশেষ হবে একদিন। ঘাসের ডগাতে জমে থাকা শিশির সূর্য্যের আগমনে বিলীন হয়ে যায়। তা আবারো ফিরে আসে নতুন কোন ভোরে একদম নতুন রূপে। আমিও ভোরের শিশিরের ব্যাতিক্রম নই, যতোবারে বিলীন হবো ঠিক ততোবারই নতুন রূপে আবির্ভুত হবো, একদম নিজের মতো করে।

“মিছে অাশা”

ছবি
“মিছে অাশা” একটি সচ্ছ জলাশয়ের মধ্যে যদি দেখা যায় চাঁদের প্রতিচ্ছবি জলাশয় যদি ভালবেসে চাঁদকে, চাঁদও যদি ভালবাসে জলাশয়কে তাতে কি আসে যায়? চাঁদের জন্ম শুধু আকাশেরই জন্যে। তবুও কেন ওরা ভালবাসে পরস্পরকে মিছে আশায়?

“ শুরু থেকে শেষ”

ছবি
তোমার আছে শান্ত নদী যেথা অথৈ স্বপ্নের ধারা, আমার আছে গগণ চুম্বী পাহার প্রেমে পাগলপারা ।তোমার আছে কান্নার জল দুই চোখ গড়িয়ে পড়ে, আমার আছে বুক যেথা তোমায় রাখব যত্ন করে । তোমার আছে অনন্ত ভালবাসার এক নীল আকাশ, আমার আছে সেথা পরশ বুলানর বাউলি বাতাস । তোমার আছে বসন্ত যেথা ফুল ফোটে গন্ধ ছড়ায়, আমার আছে মন ভ্রমর গুণ গুনিয়ে বুক ভরায় । যার যা আছে আর না আছে তা করে অদল বদল, মিলেমিশে একসাথে চলব দিনমান করে কোলাহল । একপাশে আমি অন্য পাশে তুমি শুরু থেকে শেষে, উভয়ের তরে উভয়ই নিবেদিত অনেক ভালবেসে ।

“ তুমি অার অামি”

ছবি
একপাশে আলো আর আলোর দিকে তুমি আলোর নিচে আধার আর সেই আধারের সাথে এক দিকে সাদা আর সেই সাদার দিকে থাকো তুমি অন্য দিকে কালো আমি সেই কালোতেই আছি ভালো। তুমি হলে হাসি আর আমি তাই কান্না। আলোতে তুমি হাসিতে তুমি। আর তুমি থাকে রঙ্গীনে। এভাবেই বারবার তোমাকেই যেনো ফিরে পাই আমার এই ছোট্ট জীবনে। তুমি হলে ফুল, ফুটে থাকো কাননে, আর আমি নিষিদ্ধ বারুদ থাকি শুধু কামানে। তুমি আমি একই রকম হবো বলো কেমনে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”

"অর কত;দিন"