পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" দিনগুলো ; আতীতের মতো মনে হয় "

ছবি
" দিনগুলো ; আতীতের মতো মনে হয় "  ---------------------------------------- দিনগুলো, অতীতের মতো মনে হয় মনে হয় যেন ঘুম থেকে উঠে যেতে হবে স্কুলে কিশোরের বিষন্ন স্বপ্নের মতো এ যৌবন পুড়ে যায় নিজের উত্তাপে। পুড়ে যায় আশা-ভালবাসা মমতার প্রিয় বন্ধন চেনা চেনা মুখ অচেনা হয়ে যায় চলে চলে যায় বহু দূরে ধোঁয়াশায় ঢাকা মন পারে না জানাতে জমে আছে কত ক্রন্দন। http://nirrjon.blogspot.com

" হয়তোবা "

ছবি
" হয়তোবা " কথা না বলতে বলতে হয়েছি বাকরুদ্ধ এই আমি; বন্ধ হয়েছিলো মনের জানালা খানি। http://nirrjon.blogspot.com সময় গড়িয়ে ইচ্ছেগুলো হয়েছিলো ফিঁকে মলিন। কেনো যেন মনে হল... আছে কথা বহু বাকী; আছে বহু ইচ্ছে পূরণ। প্রজাপতি ও বন্ধু আমার..! একটু শুনে যাবে কি ... নেবে কি ভর করে রঙিন ডানায় তোমার..; মলিন ইচ্ছে গুলো এই আমার। করে দিতে স্বপ্নময় চির রঙিন.... হতে চাই বাধঁন হারা সৌন্দর্যে বিলীন.....।

“ সকল স্কুল এক সঙ্গে জাতীয় করন প্রসঙ্গ ”

“সকল স্কুল এক সঙ্গে জাতীয় করন প্রসঙ্গে” http://www.educationresult24.com/nationalization-of-all-schools-and-colleges-together/

"মেঘ কালো-অাঁধার কালো"

ছবি
মেঘ কালো-অাঁধার কালো মেঘ কালো-অাঁধার কালো- অার কলঙ্ক যে কালো, যে কালিতে বিনোদিনী- হারালো তাঁর কূল; তাঁর চেয়ে ঐ কালো কন্যা- তোমার মাথার চুল, মেঘ কালো-অাঁধার কালো । কাঁশ যে সাদা,ভেনু সাদা- অার সাদা খেঁয়ার পাল, সাদা যে ঐ স্বপ্ন মাখা- রাজ হংসের পাখা, তার চেয়ে ঐ সাদা কন্যা- তোমার হাতের সাখা, মেঘ কালো- অাঁধার কালো।। লজ্জা রাঙ্গা- সিঁদুর রাঙ্গা- অার রাঙ্গা কৃষ্ণচুড়া , রাঙ্গা যে ঐ সাজ অাকাশে- ঐ যে অস্ত রাগ, কন্যা সবার চেয়ে- ঐ রাঙ্গা তোমার , অালতার ঐ দাগ - মেঘ কালো-অাঁধার কালো ।। শস্য সবুজ-পাতা সবুজ, অার সবুজ টিয়া পাখী । দূর্বা সবুজ তার সাথে যে - চির সবুজ বন, সবার চেয়ে ঐ সবুজ কন্যা- তোমার অবুঝ মন। মেঘ কালো-অাঁধার কালো । অার কলঙ্ক যে কালো - যে কালিতে বিনোদীনি, হারালো তাঁর কূল; তার চেয়ে ঐ কালো কন্যা- তোমার মাথার চুল ; মেঘ কালো- অাঁধার কালো- অার কলঙ্ক যে কালো , মেঘ কালো -অাঁধার কালো ।।।

“অামি একা বড় একা -অামার অাপন কেহ নেই”

ছবি
“অামি একা বড় একা-অামার অাপন কেহ নেই”                                অমিত কুমার আমি একা বড় একা আমার আপন কেউ নেই,আশা নেই আলো নেই শুধু যে আঘাত সবেতেই আমার আপন কেউ নেই। http://nirrjon.blogspot.com ও বিধাতা কি হে চাও কেন এ ব্যাথা দিয়ে যাও, জানিনা কী অপরাধে দিলে তুমি অকরুণ সাজা এই, আশা নেই আলো নেই শুধু যে আঘাত সবেতেই আমার আপন কেউ নেই। জীবনের যত ছিল গান অকালে তা হল অবসান, রেশটুকু তাও তো গেল ভাঙা এই হৃদয়ের ছোঁয়াতে, আশা নেই আলো নেই শুধু যে আঘাত সবেতেই আমার আপন কেউ নেই।

“ভালোবেসে সখী”

ছবি
     “ভালোবেসে সখী” http://nirrjon.blogspot.com    ভালোবেসে সখী, নিভৃতে যতনে                                  আমার নামটি লিখো–তোমার                                              মনের মন্দিরে ।                    আমার পরানে যে গান বাজিছে                                   তাহার তালটি শিখো– তোমার                                              চরণমঞ্জীরে॥                    ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে                                  আমার মুখর পাখি– তোমার                                              প্রাসাদপ্রাঙ্গণে ।                    মনে ক'রে, সখী, বাঁধিয়া রাখিয়ো                                  আমার হাতের রাখী– তোমার                                              কনককঙ্কণে ॥                    আমার লতার একটি মুকুল                                  ভুলিয়া তুলিয়া রেখো– তোমার                                              অলকবন্ধনে ।                    আমার স্মরণ-শুভ-সিন্দুরে                                  একটি বিন্দু একো– তোমার                                

“সবই অভিনয়”

ছবি
“ সবই অভিনয়” http://nirrjon.blogspot.com  সবাই শুধু হাঁসি মুখে - বন্ধু বেশে পাশে থাকে, সবই অভিনয় !!! - জানেনা কেউ কি কারনে- কষ্ট গুলো বুকে জমে, দু:খ নদী বয় !!! বন্ধু তো কেউ নয় !!! - বোঝে না কেউ কি কারনে- স্বপ্ন গুলো চোখের কোনে থম্কে দাঁড়ায়।।। - অবুঝ মনের ভালোবাসা - অভিমানের কি দহনে - নিমিষে হারায় ।।। - দেখে না কেউ অন্তরালে- পোড়া হৃদয় কেন জ্বলে নিরব জন্ত্রনায়।।। - উষ্ণ স্মৃতি কেমন করে - শেওলা হয়ে বেড়ায় ভেসে খোলা বর্ষায় ।।। - সবায় শুধু হাঁসি মুখে- বন্ধু বেশে পাশে থাকে, সবই অভিনয় !!!

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”

"অর কত;দিন"