পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"ব্যক্ত প্রেম"

 "ব্যক্ত প্রেম"           কেন তবে কেড়ে নিলে লাজ-আবরণ? হৃদয়ের দ্বার হেনে                             বাহিরে আনিলে টেনে,             শেষে কি পথের মাঝে করিবে বর্জন?                 আপন অন্তরে আমি ছিলাম আপনি— সংসারের শত কাজে                           ছিলাম সবার মাঝে,                 সকলে যেমন ছিল আমিও তেমনি।                 তুলিতে পূজার ফুল যেতেম যখন   সেই পথ ছায়া-করা,                       সেই বেড়া লতা-ভরা,                   সেই সরসীর তীরে করবীর বন—                   সেই কুহরিত পিক শিরীষের ডালে,     প্রভাতে সখীর মেলা,               কত হাসি কত খেলা—                 কে জানিত কী ছিল এ প্রাণের আড়ালে।                 বসন্তে উঠিত ফুটে বনে বেলফুল,   কেহ বা পরিত মালা,               কেহ বা ভরিত ডালা,                 করিত দক্ষিণবায়ু অঞ্চল আকুল।

আবৃত্ত দশমিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম ভিডিও ক্লাস

আবৃত্ত দশমিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম ভিডিও ক্লাস দেখতে এই লিংকে ক্লিক করুন

জে এস সি / ৮ম শ্রেনির গনিত সমস্ত বই এর সমাধান

ছবি
জে এস সি / ৮ম শ্রেনির গনিত সমস্ত বই এর সমাধান ভিজিট করতে এখানে ক্লিক করুন

“অাহা, অাজি এ বসন্তে”

ছবি
http://nirrjon.blogspot.com অাহা, অাজি এ বসন্তে আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখীর হৃদয় কুসুম-কোমল-- কার অনাদরে আজি ঝরে যায়। কেন কাছে আস, কেন মিছে হাস, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছে যারা, সুখে থাক্‌ তারা, সুখের বসন্ত সুখে হোক সারা, দুখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়।

" শুকতারা "

ছবি
    " শুকতারা  "  http://nirrjon.blogspot.com   সুন্দরী তুমি শুকতারা                       সুদূর শৈলশিখরান্তে ,             শর্বরী যবে হবে সারা                       দর্শন দিয়ো দিক্‌ভ্রান্তে ।               ধরা যেথা অম্বরে মেশে                       আমি আধো-জাগ্রত চন্দ্র ,             আঁধারের বক্ষের 'পরে                       আধেক আলোকরেখারন্ধ্র ।               আমার আসন রাখে পেতে                       নিদ্রাগহন মহাশূন্য ,             তন্ত্রী বাজাই স্বপনেতে                       তন্দ্রা ঈষৎ করি ক্ষুণ্ন ।               মন্দ চরণে চলি পারে ,                       যাত্রা হয়েছে মোর সাঙ্গ ।             সুর থেমে আসে বারে বারে ,                       ক্লান্তিতে আমি অবশাঙ্গ ।               সুন্দরী ওগো শুকতারা ,                       রাত্রি না যেতে এসো তূর্ণ ।             স্বপ্নে যে বাণী হল হারা                       জাগরণে করো তারে পূর্ণ ।               নিশীথের তল হতে তুলি                    

“ এ সরকারের অামলেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন ”

“ এ সরকারের অামলেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন ” জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন,  এ সরকারের আমলেই সব বেসরকারি মাদ্রাসা, স্কুল ও কলেজ শিক্ষকদের জাতীয়করণ করা হবে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক স্কুলের শিক্ষকদের জাতীয়করণ করেছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ২০১৪-২০১৯ সালের মধ্যে সব শিক্ষককে জাতীয়করণ করবেন। বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে বলেন, তাদের আমলে শুধু লুটপাট হয়েছে। ইতিহাস বিকৃত করে দেশের মেধা ধ্বংস করেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় সোমবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন। বাউফলের ইউএনও এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, পটুয়াখালী শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন খান প্রমুখ। 

“ অটো প্রমোশন পাবেন সবাই ”

“অটো প্রমোশন পাবেন সবাই”  সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকছে না, এটা চূড়ান্ত করে দিয়েছে বেতনবৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কারো জন্য স্বতন্ত্র কোনো বেতন কাঠামোও হবে না। তবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের বিকল্প হিসেবে ‘অটোমেটিক প্রমোশন’ বা স্বয়ংক্রিয় পদোন্নতি প্রথা চালু করা হচ্ছে। এ ব্যবস্থায় একই গ্রেডে কোনো কর্মকর্তা-কর্মচারী ১০ বছর চাকরি করলে পরের বছর স্বয়ংক্রিয়ভাবে তিনি পদোন্নতি পেয়ে উচ্চতর গ্রেডে উন্নীত হবেন। এভাবে প্রথম পদোন্নতি পেয়ে ওপরের গ্রেডে যাওয়ার ছয় বছর পর তিনি আবারও আরেক গ্রেড ওপরে উঠবেন। সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমান সুযোগের এটিই সর্বোত্তম পন্থা বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম, অর্থসচিব মাহবুব আহমেদ ও শিক্ষাসচিব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।   টাইম স্কেল ও সিলেকশ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "