পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“অামি সারারাত শুধু যে কেঁদেছি ”

ছবি
“অামি সারারাত শুধু যে কেঁদেছি ”                                            শিল্পী : মান্নাদে আমি সারারাত শুধু যে কেঁদেছি। বুঝিনি এ ভাবে তুমি চলে যাবে। জানি না কি অপরাধ করেছি।। পারিনি কিছুতে নিজেকে বোঝাতে কী করে সবই যে হলো হারাতে পারিনি সে রাতে তোমায় ফেরাতে ডেকেছি এ আঁখি শুন্য দুহাতে তবে কি ভুলেরই স্বর্গ গড়েছি। জানিনা কী অপরাধ করেছি।। জানি না কি পেলে তুমি এ খেলাতে সুখেরই ছবিটি ছিড়ে ফেলাতে জানি না তোমাকে আমি কি দিয়েছি নিজে চেয়েছি কী-বা পেয়েছি চোখেরই জলেতে মুক্তো যে ধরেছি।। বুঝিনি এ ভাবে তুমি চলে যাবে জানি না কি অপরাধ করেছি।।

“ত্যাগী নেতা”

ছবি
  “ত্যাগী নেতা”   নামঃ আলতাফুজ্জামান (মিতা) http://nirrjon.blogspot.com জন্মোঃ০১-০১-১৯৬০ ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে জড়িত। বলতে গেলে ছাত্র জীবন শেষে তিনি রাজনীতির করার জন্য কোন চাকুরী করেননি। অর্থাৎ রাজনীতিটাকেই – তিনি পেশা হিসাবে মেনে নিয়েছেন। রাজনীতির ক্ষাতিরে তিনি সংসার জীবনটা বিলিয়ে দিয়েছেন। ১১ ডিসেম্বর ১৯৮৩ সাল নাগাদ প্রধান সামরিক প্রশাসক হিসাবে যখন স্বৈরাচার সরকারের আবিরভাব ঘটে তখন দিনাজপুর জেলা শহরে আন্দোলন করার জন্য হাতেগনা কয়েকজন তন্মধ্যে আলতাফুজ্জামান আন্যতম।

" গীতাঞ্জলি "

       " গীতাঞ্জলি " আমার  মাথা নত করে দাও হে তোমার                             চরণধুলার তলে ।               সকল অহংকার হে আমার                                       ডুবাও চোখের জলে ।                                                   নিজেরে করিতে গৌরব দান                                 নিজেরে কেবলই করি অপমান ,                                   আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া                                         ঘুরে মরি পলে পলে ।                               সকল অহংকার হে আমার                                         ডুবাও চোখের জলে ।            

"শুধু ইচ্ছে করে "

 "শুধু ইচ্ছে করে " শুধু ইচ্ছে করে গড়ি জীবন তোমার চিরসবুজ মনে, কাঙ্খিত সেই বাসনা মন মন্দিরে সারাক্ষন অনুরণে । তোমার নির্বিকল্প অন্তর আত্মায় কান পেতে নিশ্চল, মোর অভিযাচিত সুপ্ত চিত্ত মহাসুখে ভরব অবিরল । শুধু ইচ্ছে করে তোমায় আমার এবুকের মাঝে রাখি, মধুর প্রেমের পরশ নিতে শুধু তোমার কাছে থাকি । হাওয়া খেতে যাব আমি তোমায় নিয়ে শ্রী বৃন্দাবনে, ভালবাসার নির্মল ঘর সাজাব স্বপনের এক শুভক্ষণে । শুধু ইচ্ছে করে তোমার মনে আমি ভ্রমর হয়ে উড়ি, তোমার মনের সকল ঘরেই আমি প্রান ভরে ঘুরি । আদর সোহাগে রেখে সদা আমি দেব তোমায় সুখ, যতন করে সাজাব আমি তোমার ভালবাসার মুখ । শুধু ইচ্ছে করে রাত নিশীথে সাজাই ফুলেরই বাসর, সারা জীবন আনন্দে রাঙাই মোদের প্রেমের আসর । মায়া-মমতায় জড়ানো ছড়ানো মোদের মধুর স্মৃতি, সুখে-দুখে মিলে পরস্পরে গড়ব এক নিবিড় সম্প্রীতি । শুধু ইচ্ছে করে একই সাথে থাকি বাঁধা আসুক যতই, আমরা দুটি প্রাণ এক হয়ে মিলে রুধব মোরা ততই । তোমার মনের যত ইচ্ছে পূরণ করে কষ্ট দেব মুছে, বুকের মাঝে আগলে রেখে অহর্নিশি দুঃখ দেব ঘুচে ।

“ না বলা কথা”

ছবি
 “ না বলা কথা” তোমাকে হয়নি বলা কতটা ভালবাসি তোমাকে হয়নি বলা এক পলক দেখার জন্য কতটা উতলা আমি... তোমাকে হয়নি বলা চোখ বন্ধ করেও তোমাকে দেখতে পাই... তোমাকে হয়নি বলা যতটা কষ্ট তোমাকে দেই তার চেয়ে অনেক বেশি কষ্ট নিজে পাই... তোমাকে বলতে পারিনা একা একা তোমার সাথে কথা বলি কিন্তু তুমি সামনে আসলে সবই হারিয়ে ফেলি........ http://nirrjon.blogspot.com

“ সময় যখন থমকে দাঁড়ায় ”

ছবি
শিল্পীঃনচিকেতা অ্যালবামঃ এই বেশ ভালো অাছি ; “সময় যখন থমকে দাঁড়ায় ” যখন সময় থমকে দাঁড়ায় http://nirrjon.blogspot.com নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন যখন আমার গানের পাখি শুধূ আমাকেই দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি যখন এঘরে ফেরে না সে পাখি নিস্ফল হয় শত ডাকাডাকি খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন যখন এমনে প্রশ্নের ঝড় ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরন অবিরত বুকে রক্তক্ষরন খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন যখন সময় থমকে দাড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন http://nirrjon.blogspot.com

“ দিন যায় কথা থাকে ”

ছবি
শিল্পীঃ সুবীর নন্দী অ্যালবামঃ যায় যায় দিন; দিন যায় কথা থাকে http://nirrjon.blogspot.com দিন যায় কথা থাকে সে যে কথা দিয়ে রাখলো না চলে যাবার আগে ভাবলো না সেকথা লেখা আছে বুকে। সে কথা নয়নে আগুন-আল্পনা আঁকে স্মৃতির পাপিয়া “চোখ গেলো” বলে ডাকে সে জ্বালা-যন্ত্রণা কাউকে বোলবো না, বলবো আছি কী যে সুখে।। মনপাখি তুই থাকরে খাঁচায় বন্দী, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। কি আছে পাওনা, তার কাছে দেনা যাক সে হিসাব চুকে।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "