পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ নারী”

ছবি
“নারী”             -কাজী নজরুল ইসলাম http://nirrjon.blogspot.com আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান? তারে বলো, আদি পাপ নারী নহে, সে যে নর-শয়তান। অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে, ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছে যত ফল, অন্তরে তার মোমতাজ নারী, বাহিরেতে শা-জাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা-লক্ষ্মী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’। পুরুষ এনেছে যামিনী-শানি-, সমীরণ, বারিবাহ! দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হ’য়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষা ল’য়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হ’ল, পুরুষ চালাল হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল-মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠ

" মৃত্যুদন্ড "

               " মৃত্যুদন্ড "                                    -   শিল্পীঃ     মাকসুদ                                    -এ্যালবামঃ  নিষিদ্ধ   আমি কিছু বাঙালির মৃত্যুদন্ডের দাবি তুলতে চাই আমি কিছু বাঙালির মৃত্যুদন্ডের দাবি তুলতে চাই আবার ভাবি মৃত্যুদন্ড বড্ড হালকা শাস্তি হয়ে যায়। না না না না না না রাজাও না জানামতে কোনো নীতিও নাই তাই রাজনীতির জমজমাট ব্যবসা চলে নির্দ্বিধায় না না না না না না আপত্তি নাই উপরে বসে ঈশ্বর আল্লাহ্‌ দেখছে তামাশা নিচে তোরাই মোদের হর্তাকর্তা আর ভাগ্যবিধাতা রক্তপিপাসু দানবের দল রক্ত ফিনকি আর মায়ের অশ্রুজল আদিকাল হতে বাংলায় বসতি ইতিহাসে ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর করে ঘুরে এসেছে শুধু এক পুনরাবৃত্তি। আর তাই আর তাই আমি কিছু বাঙালির মৃত্যুদন্ডের দাবি তুলতে চাই আবার ভাবি মৃত্যুদন্ড বড্ড হালকা শাস্তি হয়ে যায়। শেখাবে অনেক কিছু পায়ের রগ কাটা, হুমকি দেয়া, বোমা ছোড়া আর ভচাত করে পেটের ভুড়ি সব নামিয়ে ফেলতে সব কিছু দেওয়ার আশ্বাস দেবে, দেবে না শুধু শিক্ষা, চাকরি আর শান্তিতে বসবাস করতে। ক্ষমতা না

"শিক্ষা ব্যবস্থা ধবংস"

                      "শিক্ষা ব্যবস্থা ধবংস "                                                                     -মোঃমমতাজুল ইসলাম  যে যাই বলুক সমগ্র শিক্ষা ব্যবস্থা ধ্বংস ।  বাংলাদেশে ৯৭% স্কুল,কলেজ,মাদ্রাসা বেসরকারী এম,পি,ও-ভূক্ত , এখানে প্রায় পাঁচ লক্ষ শিক্ষক /কর্মচারী কর্মরত আছেন।  অষ্টম পে-স্কেলে সবচেয়ে বেসরকারী এম,পি,ও -ভূক্ত শিক্ষক /কর্মচারী- বৈষম্যের শিকার । ১। বৈশাখী ভাতা নেই। ২। ৫% নেই । ৩। একটি মাত্র টাইম স্কেল -যাহা আট বছরে ছিল তাহা এখন দশ বছর ।   তাও বেসরকারী এম,পি,ও-ভূক্ত শিক্ষক /কর্মচারী পাবেন কি -না -তার কোন  নির্দিষ্ট পরিপত্র নাই।  ৪। উৎসব ভাতা ২৫% শিক্ষকদের আর ৫০% কর্মচারীদের । এটা কোন বাইবেল বা সংবিধানে পড়ে আমার জানা নেই। ৫। বাড়ী ভাড়া ,চিকিৎসার কথা নাই বা বললাম ।  ৬। বর্তমান সরকার বেছে -বেছে দু'ই/একটা স্কুল/কলেজ জাতীয় করন করছেন- নিজের ক্ষমতা বলে ,মনগড়া ফতুয়া দিয়ে যাহা মেনে নেওয়া কষ্টকর। যদিও সকল স্লেবাস ,বই একই তারপর বেছে-বেছে জাতীয় করন । মেনে নিতে কষ্ট লাগে । জাতীয় করন করতে হ'লে সব এম,পি,ও-ভূক্ত স্কুল ,কলেজ

“ অবশেষে মনটাকে অারও একবার বুঝালাম”

“অবশেষে মনটাকে অারও একবার বুঝালাম” অবশেষে মনটাকে আরও একবার বোঝালাম-  সখ আহ্লাদের জন্য তোর আবদার আমি রাখতে পারব না!  জীবনটা বাঁচিয়ে রাখতে যেটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জোগান আমার।  অতিরিক্ত কিছু আমার জন্য শুভ নয় তার প্রমান বহুবার পেয়েছি,  মন তুই পাগল হ আমি সামলে নিব কোন সমস্যা নাই,    বাট আমি যদি আবার পাগল হই তবে আমাকে সামলানোর কেউ নাই!  মন-তোকে বুঝতে হবে জন্মেছি গোলাম রূপে!  আত্মঅংকার প্রকাশ পায় এমন কিছু দরকার নাই!  মন তুই ধিক্কারের যাতনায় আমাকে কাঁদাস,  ভুল করেও অন্যকে কাঁদানোর প্রয়াস করিও না!  মন-তোর কাছে প্রার্থনা স্রোতের বিপরীতে আমায় নিয়ে যা!!

“ অানমনে অামাকে ভাবো”

ছবি
“অানমনে অামাকে ভাবো” তুমি কি এখনো, একা বিকেলে http://nirrjon.blogspot.com আনমনে আমাকে ভাবো? দূরে বহুদূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো? কি কথায় ছিল সুখ হৃদয়েরই একই অনুভবে, দুজনেরই রাগে অনুরাগে । কি কথায় ছিল সুখ হৃদয়েরই একই অনুভবে, দুজনেরই রাগে অনুরাগে । সেদিনেরই সব কিছু আর কি পাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো? দূরে বহুদূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো? আকাশের সোনা রঙ ছুঁয়েছিল তোমাকে আমাকে, আজও সেই রঙ পিছু ডাকে। আকাশের সোনা রঙ ছুঁয়েছিল তোমাকে আমাকে, আজও সেই রঙ পিছু ডাকে। এই রঙের কাছাকাছি কবে আমি যাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো? দূরে বহুদূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো?

" অনন্ত প্রেম"

ছবি
" অনন্ত প্রেম"                          - রবীন্দ্রনাথ ঠাকুর  তোমারেই যেন ভালোবাসিয়াছি http://nirrjon.blogspot.com শত রূপে শত বার জনমে জনমে , যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার , কত রূপ ধরে পরেছ গলায় , নিয়েছ সে উপহার জনমে জনমে , যুগে যুগে অনিবার।

" যদি কখনও আমি "

ছবি
" যদি কখনও আমি "  http://nirrjon.blogspot.com যদি কখনও আমি ভোরের শিশিরের মত ঝরে পড়ি প্রতিদিন , সেদিনও কি তুমি থাকবে আমার সাথে-   রাখবে কি তোমার তুলির মত পা শিশির ভেজা ঘাসে । যদি কোনদিন আমি মিশে যাই ঐ গোধূলির লগ্নে , তুমি থাকবে কি আমার ফিরে আসার আপেক্ষায় ।   যদি কোনদিন হারিয়ে যাই কথার নদী হয়ে , বাধবে কি সুর নতুন করে সে কথা কুড়িয়ে ।   যদি আবার জন্ম নিই নতুন করে তোমাতে , শান্তির প্রতিক করে পাইরা হিসেবে দেবেকি উড়িয়ে ।  

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”