পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"অশ্রু"

ছবি
  অশ্রু   সুন্দর , তুমি চক্ষু ভরিয়া                 এনেছ অশ্রুজল ।                   এনেছ তোমার বক্ষে ধরিয়া                                   দুঃসহ হোমানল ।                   দুঃখ যে তাই উজ্জ্বল হয়ে উঠে ,                   মুগ্ধ প্রাণের আবেশবন্ধ টুটে ,                   এ তাপে শ্বসিয়া উঠে বিকশিয়া                                       বিচ্ছেদশতদল । http://nirrjon.blogspot.com

"ভাবিনী"

ছবি
 ভাবিনী ভাবিছ যে ভাবনা একা-একা                 দুয়ারে বসি চুপে চুপে , সে যদি সম্মুখে দিত দেখা                 মূর্তি ধরি কোনো রূপে — হয়তো দেখিতাম শুকতারা                                   দিবস পার হয়ে দিশাহারা                                   এসেছে সন্ধ্যার কিনারাতে                                                     সাঁঝের তারাদের দলে ,                                     উদাস স্মৃতিভরা আঁখিপাতে                                                       উষার হিমকণা জলে । http://nirrjon.blogspot.com

" মুক্তি "

ছবি
মুক্তি  ভোরের পাখি নবীন আঁখিদুটি             পুরানো মোর স্বপনডোর                       ছিঁড়িল কুটিকুটি ।             রুদ্ধ মন গগনে গেল খুলি ,           বিজুলি হানি দৈববাণী                       বক্ষে উঠে দুলি । htt://nirrjon.blogspot.com

"মৌন"

ছবি
মৌন যাহা-কিছু বলি আজি সব বৃথা হয়, মন বলে মাথা নাড়ি—এ নয়, এ নয়। যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম সে কথা বাজে না কেন এ বীণায় মম। http://google.com সে শুধু ভরিয়া উঠি’ অশ্রুর আবেগে হৃদয়আকাশ ঘিরে ঘনঘোর মেঘে; মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায় অন্তর করিয়া ছিন্ন কী দেখাতে চায়? http://nirrjon.blogspot.com

" মানসী "

ছবি
 মানসী শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী— পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি আপন অন্তর হতে। বসি কবিগণ সোনার উপমাসূত্রে বুনিছে বসন। সঁপিয়া তোমার ’পরে নূতন মহিমা অমর করিছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ কত গন্ধ ভূষণ কত-না, http://nirrjon.blogspot.com

“প্রশ্ন করোনা”

ছবি
প্রশ্ন করোনা http.//nirrjon.blogspot.com প্রশ্ন করোনা আমার পথ কেন তোমার চোখের দিকে তাকিয়ে থাকে আমার চোখ কেন তোমার শব্দহীন ঠোঁটের প্রতিটি শব্দ অনুসরণ করে কেন আমার বুকে তোমার দীর্ঘ শ্বাস, আরও দীর্ঘতর হয় ! কেন তোমার শ্বাস প্রশ্বাসেই বেচে আছি এই আমি! প্রশ্ন করোনা। প্রশ্ন করোনা কেন তোমার জঠরে জন্ম আমার কেন আমি জন্মালাম তোমার ভালবাসায় কেন আমিই হলাম, তুমি কুমারী মাতার প্রথম সন্তান প্রশ্ন করোনা। http://nirrjon.blogspot.com

“খোঁজ”

ছবি
খোঁজ http://nirrjon.blogspot.com খুঁজে দেখ তুমি – ভেবে দেখ তুমি  কার চোখে চোখ রেখে শান্তি পাও?  কার বুকে মুখ রেখে বাঁচতে চাও?  কার সাথে সংসার – কার সাথে পরপার  কার কথা ভাব তুমি- প্রতিক্ষণ মনে মনে?  তার হাতে হাত রেখে- কথা দাও এই ক্ষণে.   কথা দাও এই ক্ষণে - কথা নাও এই ক্ষণে  জেনে নাও তার কথা- হৃদয়ের প্রয়োজনে।  হারাবার কিছু নেই- তাকে যদি নাই পাও ভালোবাসার প্রয়োজনে- শুধু ভালোবেসে যাও। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”