পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“নি:স্ব হব”

ছবি
“নি:স্ব হব” আমার কাছে দু-চার পয়সা যাই আছে উড়িয়ে দেব তোমার পিছে দিবোই না হয় কার কি তাতে! তুমি শুধু জেনে রাখো ভালোবাসা নেশার মত আমার হৃদয় আমার হাতে। http:nirrjon.blogspot.com

“কাছে ডাকো”

ছবি
“কাছে ডাকো” http:// nirrjon.blogspot.com সুখী হতে পারেনা কেউ কষ্ট পেলে দুঃখই দিতেই-তুমি শুধু কাছে ডাকো । ভাবি আমি বসে সব কিছু ফেলে, কষ্টই বাড়ে মোর তব কাছে গেলে । কত আশা কত স্বপ্ন নিয়ে আমি বেসেছিলাম ওগো তোমায় ভালো, তুমি শুধু হবে আমার মত জ্বালাবে জীবনে আমার সুখের আলো । সেই স্বপ্ন আমি হৃদয়ে নিয়ে ওগো সাজিয়েছিলাম ভালোবাসার ঘর, কাছে এসে শুধু অনেক যত্নে তুমি অবহেলা দিয়ে আজ করলে পর । http://nirrjon.blogspot.com
" প্রেম  সম্পর্কে মতবাত " ‘প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।’ প্লেটো ‘প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।’ স্পুট হাসসুন ‘ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।’ জর্জ চ্যাপম্যান ‘ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।’ টমাস ফুলার ‘কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।’ কনফুসিয়াস ‘যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে।’ এলিজাবেথ বাওয়েন ‘বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনও ভালোবাসা থাকে না’ চার্লস কনটন ‘ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।’ হ্যাভনক এলিস ‘যে ভালোবাসা পেল না, যে কাউকে ভালোবাসতে পারল না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই।’ কিটস্ ‘ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না।’ সমরেশ মজুমদার ‘প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ

“অাঁকা-বাঁকা”

ছবি
অাঁকা-বাঁকা -------------------------- আজ তোমার - আঁকা- বাঁকা ছবি আঁকবো।  তোমার--- ভ্রু-র রেখায় পথ হারাবো , বুকের পরশে হোঁচট খাবো , হাসির জ্বালায় যন্ত্রণা পাবো , চোখের আলোয় বুক ঝলসাবো, ঠোঁটের আগুনে হৃদয় শেঁকবো।  তুলি--- সোজা করে টানতে গিয়ে - বারবার খেই হারাবো, চোখ আঁকতে গিয়ে বুক আঁকবো, বুক আঁকতে গিয়ে ঠোঁট আঁকবো।  বাঁকা লাইন ঠোঁট দিয়ে মুছবো, যত হিজিবিজি কাটাকুটি সব- আমার বুকের উষ্ণতা দিয়ে ঢাকবো।  http://nirrjon.blogspot.com

"অশ্রু"

ছবি
  অশ্রু   সুন্দর , তুমি চক্ষু ভরিয়া                 এনেছ অশ্রুজল ।                   এনেছ তোমার বক্ষে ধরিয়া                                   দুঃসহ হোমানল ।                   দুঃখ যে তাই উজ্জ্বল হয়ে উঠে ,                   মুগ্ধ প্রাণের আবেশবন্ধ টুটে ,                   এ তাপে শ্বসিয়া উঠে বিকশিয়া                                       বিচ্ছেদশতদল । http://nirrjon.blogspot.com

"ভাবিনী"

ছবি
 ভাবিনী ভাবিছ যে ভাবনা একা-একা                 দুয়ারে বসি চুপে চুপে , সে যদি সম্মুখে দিত দেখা                 মূর্তি ধরি কোনো রূপে — হয়তো দেখিতাম শুকতারা                                   দিবস পার হয়ে দিশাহারা                                   এসেছে সন্ধ্যার কিনারাতে                                                     সাঁঝের তারাদের দলে ,                                     উদাস স্মৃতিভরা আঁখিপাতে                                                       উষার হিমকণা জলে । http://nirrjon.blogspot.com

" মুক্তি "

ছবি
মুক্তি  ভোরের পাখি নবীন আঁখিদুটি             পুরানো মোর স্বপনডোর                       ছিঁড়িল কুটিকুটি ।             রুদ্ধ মন গগনে গেল খুলি ,           বিজুলি হানি দৈববাণী                       বক্ষে উঠে দুলি । htt://nirrjon.blogspot.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" আমার সকল দুখের প্রদীপ"